9th NTRCA School Preliminary Question with Answer

9th NTRCA School Preliminary Question with Answer

Spread the love

9th NTRCA School Preliminary Question with Answer

 

৯ম NTRCA(School) প্রিলিমিনারি প্রশ্ন

১। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

উত্তরঃ ক। ভিটামিন-এ

২। ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি?

উত্তরঃ ঘ। ইউনিস্কো

৩। মানুষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা কত?

উত্তরঃ গ। ২৩ জোড়া

৪। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম কি?

উত্তরঃ ক। নাফ নদী

৫। টেলিফোনের জনক কে?

উত্তরঃ ক। আলেকজান্ডার গ্রাহাম বেল

৬। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি?

উত্তরঃ ঘ। লৌহ

৭। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?

উত্তরঃ খ। ফুসফুস

৮। সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তরঃ গ। ৬ টি

৯। কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?

উত্তরঃ ক। খেসারী

১০। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

উত্তরঃ গ। শুশুক

১১। ভূমিকম্পের দেশ কোনটি?

উত্তরঃ ঘ। জাপান

১২। কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়?

উত্তরঃ খ। ইনসুলিন

১৩। কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

উত্তরঃ গ। ২৫

১৪। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনোটি?

উত্তরঃ ক। কার্বন-ডাই-অক্সাইড

১৫। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি?

উত্তরঃ খ। এপিকালচার

১৬। একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে?

উত্তরঃ খ। ২০৬

১৭। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম–

উত্তরঃ ঘ। সিসমোগ্রাফ

১৮। বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে?

উত্তরঃ ক। কামরুল হাসান

১৯। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

উত্তরঃ খ। ১৯৯০ সাল

২০। “লেডি উইথ দ্যা ল্যাম্প” কার উপাধি?

উত্তরঃ গ। ফ্লোরেন্স নাইটিংগেল

২১। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তরঃ ঘ। ১১ টি

২২। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?

উত্তরঃ খ। অধ্যাপক ইউসুফ আলী

২৩। তামাবিল কোথায় অবস্থিত?

উত্তরঃ ক। সিলেট

২৪। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?

উত্তরঃ ঘ। ভারত

২৫। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?

উত্তরঃ গ। তেঁতুলিয়া

২৬। শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে?

উত্তরঃ খ। ২০%

২৭। ১৪৪ কোন সংখ্যার ৪০%?

উত্তরঃ ঘ। ৩৬০

২৮। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?

উত্তরঃ গ। ৩৬০°

২৯। a ≠ 0 হলে (a-1)-1 এর সঠিক মান–

উত্তরঃ ক। a

৩০। am/n = কত?

উত্তরঃ ক। n√am

৩১। নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে?

উত্তরঃ খ। রাশির সমষ্টি / রাশির

৩২। নিচের কোনটি সঠিক?

উত্তরঃ গ। sec2θ= 1+tan2θ

৩৩। x : y এর ব্যস্তানুপাত হবে–

উত্তরঃ ক। y : x

৩৪। 2x+7 = 4x+2 হলে x এর মান কত?

উত্তরঃ ঘ। 3

৩৫। 1+2+3+………….+n = ?

উত্তরঃ গ। n(n+1)/2

৩৬। কোন ত্রিভুজের দুটি কোন ১০° এবং ৮০° হলে ত্রিভুজটি হবে–

উত্তরঃ খ। সমকোণী

৩৭। a+(1/a) = 3 হলে a3+(1/a3) এর মান কত?

উত্তরঃ ক। 18

৩৮। কোনো সংখ্যার ½ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে। সংখ্যাটি কত?

উত্তরঃ খ। 36

৩৯। log53√5 এর মান কত?

উত্তরঃ গ। 1/3

৪০। sinθ = 5/13 হলে cosecθ এর মান কত?

উত্তরঃ ক। 13/5

৪১। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত?

উত্তরঃ ঘ। 100

৪২। x2– y2+2y-1 এর একটি উৎপাদক–

উত্তরঃ গ। x-y-1

৪৩। x + y = 12 এবং x-y=2 হলে xy এর মান কত?

উত্তরঃ গ। 35

৪৪। রম্বসের ক্ষেত্রফল নিচের কোনোটি?

উত্তরঃ গ। 1/2× কর্ণদ্বয়ের গুনফল

৪৫। √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

উত্তরঃ খ। অমূলদ সংখ্যা

৪৬। ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

উত্তরঃ খ। ৯ ঘন্টা

৪৭। sin(-θ) কত?

উত্তরঃ ক। -sinθ

৪৮। ΔABC এর <A = 45°, <B = 30° হলে <C এর মান কত?

উত্তরঃ গ। 105°

৪৯। একটি বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল কত?

উত্তরঃ গ। πr2

৫0। A {1,2,3}, B={2,3,7} হলে A ∩B= কত?

উত্তরঃ খ। {2, 3}

৫১। ‘Beauty is truth’ Here ‘Beauty’ is –

উত্তরঃ ক। an abstract noun

৫২। Noun form of ‘Know’ is-

উত্তরঃ ঘ। knowledge

৫৩। The boy writes well. Here ‘well’ is a/an-

উত্তরঃ গ। adverb

৫৪। Every man is potential. Here ‘Every’ is a/an-

উত্তরঃ ক। adjective

৫৫। Adjective form of ‘Miser’ is-

উত্তরঃ ক। miser

৫৬। Noun form of ‘Young’ is –

উত্তরঃ ঘ। youth

৫৭। The tea is so hot that I cannot drink it. (Simple)

উত্তরঃ খ। The tea is so hot for me to drink

৫৮। Would that I could fly in the sky !(Assertive)

উত্তরঃ গ। I wish I could fly in the sky.

৫৯। He has a cup of tea everyday.(Interrogative)

উত্তরঃ ক। Doesn’t he have a cup of tea everyday?

৬০। He is the best boy in the class.(Positive)

উত্তরঃ গ। No other boy in the class is as good as he.

৬১। I must do this. (Negative)

উত্তরঃ ঘ। I cannot help doing this.

৬২। I know you.(Complex)

উত্তরঃ খ। I know who you are.

৬৩। The sun rises in the east.

উত্তরঃ ক। সূর্য পূর্ব দিকে অস্ত যায়

৬৪। He is my nephew.

উত্তরঃ ক। সে আমার ভাতিজা

৬৫। It is I who am your teacher.

উত্তরঃ খ। আমিই তোমার শিক্ষক

৬৬। It is a quarter to ten now.

উত্তরঃ খ। এখন পৌনে দশটা বাজে

৬৭। Pen through the line.

উত্তরঃ ঘ। ছত্রটি কেটে দাও

৬৮। Faults are thick where love is thin.

উত্তরঃ ক। যাকে দেখতে নারি তার চলন বাঁকা

৬৯। ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট–

উত্তরঃ খ। The boy is wicked bone to bone.

৭০। চক চক করলেই সোনা হয়না ।

উত্তরঃ গ। All that gliters is not gold.

৭১। ঢাকা কি জন্য বিখ্যাত?

উত্তরঃ ঘ। What is Dhaka famous for?

৭২। আমি জানি সে কোথায় বাস করে?

উত্তরঃ খ। I know where he lives.

৭৩। তেল পানিতে ভাসে।

উত্তরঃ ক। Oil floats on water.

৭৪। আমার একটি কম্পিউটার আছে।

উত্তরঃ ঘ। I have a computer.

৭৫। A paragraph must have-

উত্তরঃ গ। a single idea or topic

৭৬। নিচের কোনটি মিশ্র শব্দ?

উত্তরঃ খ। হাট-বাজার

৭৭। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?

উত্তরঃ ঘ। শ্রীকৃষ্ণকীর্তন

৭৮। অম্বর শব্দের অর্থ–

উত্তরঃ গ। আকাশ

৭৯। কোনটি অর্ধ–তৎসম শব্দের উদাহরণ?

উত্তরঃ ক। কুচ্ছিত

৮০। দর্শক শব্দের সন্ধি বিচ্ছেদ–

উত্তরঃ ক। দৃশ+অক

৮১। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ–

উত্তরঃ খ। প্রাচ্য

৮২। নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

উত্তরঃ গ। ফটোষ্ট্যাট

৮৩। পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?

উত্তরঃ ক। চিহ্ন বা স্মারক

৮৪। বারান্দা কোন ভাষা থেকে আগত?

উত্তরঃ ঘ। পর্তুগীজ

৮৫। নিচের কোনটি পারিভাষিক শব্দ?

উত্তরঃ গ। সমীকরণ

৮৬। কোন ধরেণর শব্দে কখোনই ‘ণ‘ হবে না?

উত্তরঃ খ। বিদেশী

৮৭। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা

উত্তরঃ ক। অপ্র্যয়োজনীয়

৮৮। কোনটি শুদ্ধ বানান?

উত্তরঃ খ। ন্যূনতম

৮৯। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

উত্তরঃ গ। সংস্কৃত

৯০। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

উত্তরঃ ক। তুষারশুভ্র

৯১। ‘পোস্টাল কোড‘ কী নির্দেশ করে?

উত্তরঃ ঘ। প্রাপকের এলাকা

৯২। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ ঘ। অহমিকাপূর্ণ নির্গুন ব্যক্তি

৯৩। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?

উত্তরঃ গ। দলিলপত্র

৯৪। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

উত্তরঃ গ। পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি

৯৫। সারাংশের জন্য গুরুত্বপণূ দিক কোনটি?

উত্তরঃ খ। প্রাঞ্জলতা

৯৬। কোনটি ভাবসম্প্রসারেণর বৈশিষ্ট নয়?

উত্তরঃ খ। বাক্যের পুনরাবৃত্তি

৯৭। কোনটি ভাবসম্প্রসারেণ হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়?

উত্তরঃ ক। মূল ছত্র

৯৮। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত  হয়?

উত্তরঃ গ। ড্যাশ

৯৯। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে?

উত্তরঃ ঘ। বঙ্গ কামরুপী

১০০। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

উত্তরঃ খ। সাধু ভাষা

 

Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply