6th NTRCA College Preliminary Question with Answer
6th NTRCA College Preliminary Question with Answer
Many new aspirants are looking for education ministry arranges 6th NTRCA exam for school level and college level and we hope it will be helpful for a new aspirants who are also going to give NTRCA exam. 6th NTRCA Question Solution 2010 image or picture is given.
১। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম
উত্তরঃ গ। বঙ্গকামরূপী
২। ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
উত্তরঃ ঘ। চলিত রীতি
৩। ‘সমুদ্র‘ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
উত্তরঃ গ। নদীকান্ত
৪। কোন বাক্যটি শুদ্ধ?
উত্তরঃ ক। তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন
৫। দু‘টি পদের সংযোগস্থলে কি বসে?
উত্তরঃ ক। ড্যাশ
৬। অন্তু শব্দের অর্থ কী?
উত্তরঃ ঘ। জল
৭। লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
উত্তরঃ খ। বিরাম চিহ্ন
৮। ‘মনমাঝি‘- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ গ। মনরূপ মাঝি
৯। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
উত্তরঃ ক। বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
১০। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে
উত্তরঃ গ। ভাবসম্প্রসারণ
১১। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
উত্তরঃ ঘ। রাবনের চিতা
১২। ‘ফপর দালালি‘ – এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
উত্তরঃ খ। গায়ে পড়ে মাতব্বরী
১৩। শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ গ। দীনতা
১৪। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তরঃ ক। সংস্কৃত
১৫। পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তরঃ খ। উপল
১৬। “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে‘ – এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে–
উত্তরঃ খ। জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
১৭। ‘ইদুর কপালে‘ বাগধারাটি কোন অৰ্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ ঘ। মন্দ ভাগ্য
১৮। বৈরাগ্য সাধনে – সে আমার নয়” শূন্যস্থান পূরণ করুন।
উত্তরঃ ক। মুক্তি
১৯। কোন বাক্যটি শুদ্ধ?
উত্তরঃ খ। আমি সন্তুষ্ট হলাম
২০। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তরঃ গ। ১০টি
২১। সমাস শব্দের অর্থ কি?
উত্তরঃ ঘ। সংক্ষেপণ
২২। ‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ খ। বহুব্রীহি সমাস
২৩। কোনটি “উপপদ তৎপুরুষের’ উদহারণ?
উত্তরঃ ক। ছেলেধরা
২৪। সূর্য’ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
উত্তরঃ ঘ। আদিত্য
২৫। কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ গ। শকট
২৬। The machinery _____ working well.
উত্তরঃ খ। is
২৭। Three fourths of the work _____ finished.
উত্তরঃ ঘ। has been
২৮। At least one of the students ____ full marks everytime.
উত্তরঃ গ। gets
২৯। I told him every thing lest he –
উত্তরঃ ক। should misunderstand me
৩০। I wish today ___ Friday.
উত্তরঃ ক। were
৩১। Which word is both a noun and a Verb?
উত্তরঃ খ। brush
৩২। The noun form of the word ‘Hate’ is –
উত্তরঃ গ। Hatred
৩৩। Which one is an abstract noun?
উত্তরঃ ক। Childhood
৩৪। He couldn’t help (write) the letter.
উত্তরঃ ঘ। writing
৩৫। Had I been a millionaire I (establish) a hospital.
উত্তরঃ গ। would have established
৩৬। It is who (be) to blame.
উত্তরঃ খ। am
৩৭। Nipa as well as her brothers (come) to me.
উত্তরঃ ক। has come
৩৮। I had (have) my meal before you came.
উত্তরঃ খ। had
৩৯। “আমার বন্ধু নাই বললেই চলে।”Which is the correct English Translation?
উত্তরঃ গ। I have few friends
৪০। “গায়ে মানে না আপনি মোড়ল” The correct English Translation is—
উত্তরঃ ক। He is a self-styled leader
৪১। ‘Call a spade a spade’ The correct Bengali translation is-
উত্তরঃ ঘ। স্পষ্টাস্পষ্টি কথা বলা
৪২। ‘The elephant is the largest quadruped animal in the world’ The correct Bengali translation is-
উত্তরঃ ঘ। হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী
৪৩। A topic sentence can be put in the paragraph-
উত্তরঃ গ। at the begining
৪৪। The correct passive form of the sentence ‘they laugh at us’ is-
উত্তরঃ গ। we are laughed at by them
৪৫। The correct active form of the sentence ‘Health should be taken care of’ is-
উত্তরঃ খ। One should take care of one’s health
৪৬। Which one is the passive form of the sentence ‘keep your word’?
উত্তরঃ খ। Let your word be kept
৪৭। Choose the correct indirect form
উত্তরঃ ক। She said that she was happy to be there that evening
৪৮। Choose the correct sentence.
উত্তরঃ গ। You are going to school, aren’t you?
৪৯। Choose the correct sentence.
উত্তরঃ ঘ। I, you and he are guilty
৫০। Choose the right answer. We are in a quandary. We cannot thrive. What can’t they do?
উত্তরঃ খ। Flourish
৫১। 1/3 + 1/32 + 1/33…… অনন্ত ধারার মান কত হবে?
উত্তরঃ ক। 1/2
৫২। দু’টি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং গুণফল 24 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
উত্তরঃ গ। 4
৫৩। f(x)= x3 – 12x2 + 48x – 64 হলে, f(5)-এর মান কত?
উত্তরঃ ক। 1
৫৪। Log216 –এর মান কত?
উত্তরঃ ঘ। 4
৫৫। BE ও CF, Δ ABC- এর দুইটি মধ্যমা এবং BC=18 সেমি হলে EF – এর মান কত?
উত্তরঃ ক। 9 সেমি
৫৬। ABCD সামান্তরিক এর <BCD =130° হলে, <ABC = কত?
°
উত্তরঃ ঘ। 50°
৫৭। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
উত্তরঃ খ। 13/15
৫৮। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
উত্তরঃ গ। 8o
৫৯। দুটি সংখ্যার ল, সা, গু ও গ.সা.গু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?
উত্তরঃ ক। ৯৬
৬০। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ১ একক হলে উহার কর্ণের দৈর্ঘ্য –
উত্তরঃ গ। √2
৬১। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ঘ। ১৩৬ বর্গমিটার
৬২। ১, ১, ২, ৩, ৩, ৫ … ধারাটির দশম সংখ্যাটি কত?
উত্তরঃ খ। ৫৫
৬৩। একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩:২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত?
উত্তরঃ গ। ১৮
৬৪। একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬বর্গমিটার, পরিধি ৮ মিটার, বৃত্তটির ব্যাসাৰ্ধ কত?
উত্তরঃ ক। ৪ মিটার
৬৫। x+1/x =2 হলে x/x2-x+1 এর মান কত?
উত্তরঃ ক। 1
৬৬। X3 -7x -6-এর উৎপাদক কত?
উত্তরঃ খ। (x+1)(x+2)(x- 3)
৬৭। কোনা সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অংক x, y, z হলে সংখ্যাটির রূপ হবে
উত্তরঃ ঘ। 100z+10y+x
৬৮। যদি A সূক্ষ্মকোণ এবং sinA = 13 হয়, তবে cotA এর মান কত?
উত্তরঃ ক। 5/12
৬৯। একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
উত্তরঃ খ। ৫%
৭০। A = 45° হলে 1- tan2A / 1 + tan2A = কত?
উত্তরঃ গ। 0
৭১। সুদের হারের সূত্র কোনটি?
উত্তরঃ ঘ। ১০০*সুদ/সময় * আসল
৭২। A = {x : x মৌলিক সংখ্যা এবং x < 10} হলো নিচের কোনটি সঠিক?
উত্তরঃ খ। A={2,3,5,7}
৭৩। চিত্রে x- এর মান কত?
উত্তরঃ ক। 30°
৭৪। কোনো কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে ঐ কুয়ার আয়তন কত?
উত্তরঃ ঘ। 10π ঘনমিটার
৭৫। সামান্তরিকের ভূমি a মিটার ও উচ্চতা ৮ মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ গ। ah ব.মি
৭৬। ভারত–বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
উত্তরঃ খ। ৫৪টি
৭৭। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?
উত্তরঃ ঘ। নাথান কমিশন
৭৮। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট কতজনকে রাষ্ট্ৰীয় খেতাব দেয়া হয়েছে?
উত্তরঃ গ। ৬৭৬
৭৯। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোন্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী
উত্তরঃ ক। ড. মুহাম্মদ ইউনুস
৮০। টুইটার কি?
উত্তরঃ ক। এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
৮১। ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ খ। ৮টি
৮২। কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তরঃ গ। ক্যালসিয়াম কার্বনেট
৮৩। 2010 সালে চিলির খনিতে আটকাপড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
উত্তরঃ ক। ৬৯ দিন
৮৪। 2007 সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি?
উত্তরঃ ঘ। সিডর
৮৫। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ গ। হামিদুর রহমান
৮৬। ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?
উত্তরঃ খ। তুরস্কে
৮৭। CNG (সিএনজি) দ্বারা কী বোঝায়?
উত্তরঃ ক। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস
৮৮। দুধের রং সাদা হয় কেন?
উত্তরঃ ক। ফ্যাটের জন্য
৮৯। কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
উত্তরঃ গ। থাইরাক্সিন
৯০। অ্যান্যথাক্স রোগের টিকা আবিষ্কার করেন –
উত্তরঃ ক। লুই পাতুর
৯১। ভবদহ বিল অবস্থিত—
উত্তরঃ ঘ। যশোরে
৯২। লেডি উইথ দি ল্যাম্প?
উত্তরঃ ঘ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল
৯৩। “পঞ্চইন্দ্রিয়” তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
উত্তরঃ গ। মকবুল ফিদা হোসেন
৯৪। ‘ফেয়ার ফ্যাক্স‘ কী
উত্তরঃ গ। মার্কিনযুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
৯৫। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়…
উত্তরঃ খ। ১০ ডিসেম্বর
৯৬। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
উত্তরঃ খ। BTCL
৯৭। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
উত্তরঃ ক। বিজয়
৯৮। 2010 সালে কোন দেশের ৩৩ জন আটকে পড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?
উত্তরঃ গ। চিলি
৯৯। শান্ত সাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঘ। চাঁদে
১০০। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ খ। ভিটামিন-এ
see-
Leave a Reply