15th NTRCA College Preliminary Question with Answer

15th NTRCA College Preliminary Question with Answer

Spread the love

১৫তম NTRCA College প্রিলিমিনারি প্রশ্ন

১। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ

উত্তরঃ গ। জনগণের ভাষা

২। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন

উত্তরঃ ঘ। রাজা রামমােহন রায়

৩। উদাহরণ প্রয়ােগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?

উত্তরঃ গ। কোলন ড্যাশ

৪। ব্রজবুলিতে কোন কবি পদাবলি রচনা করেন?

উত্তরঃ ক। বিদ্যাপতি

৫। মনীষা শব্দের বিপরীত শব্দ

উত্তরঃ ক। নির্বোধ

৬। রত্ন > রতন হওয়ার সন্ধি সূত্র

উত্তরঃ ঘ। স্বরভক্তি

৭। শীকর শব্দের অর্থ

উত্তরঃ খ। জলকণা

৮। কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ গ। সচ্ছল

৯। ‘লালসালু’ উপন্যাসের রচনাকাল কোনটি?

see-https://webeduresult.com/14th-ntrca-school-preliminary-question-2

উত্তরঃ ক। ১৯৪৮

১০। “টপ্পা’ কী?

উত্তরঃ গ। এক ধরনের গান

১১। ‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলাে

উত্তরঃ ঘ। উয়ো

১২। নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?

উত্তরঃ খ। কবিতার কথা

১৩। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়

উত্তরঃ গ। অব্যয় পদ

১৪। বিভক্তিহীন নাম শব্দকে বলে

উত্তরঃ ক। প্রাতিপদিক

১৫। “আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’– শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

উত্তরঃ খ। কর্মে সপ্তমী

১৬। ‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?

উত্তরঃ খ। সাপের খােলস

১৭। I cannot spare an instant – বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

উত্তরঃ গ। আমি এক মহুর্ত অপব্যয় করতে পারি না

১৮। প্রসূন এর প্রতিশব্দ হলাে

উত্তরঃ ক। পুষ্প

১৯। ডাক্তার সাহেবের হাতযশ ভালল– বাক্যে হাত ব্যবহৃত হয়েছে

উত্তরঃ খ। নিপুণতা অর্থে

২০। ‘অনেক‘ শব্দটি

উত্তরঃ গ। নঞ তৎপুরুষ

২১। ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ ঘ। লুকোচুরি

২২। ‘নীরোগ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ খ। নিঃ + রোগ

২৩। “সুন্দর মানুষকে নিজের দিকে টানে”– বাক্যটিতে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?

উত্তরঃ ক। বিশেষ্য

২৪। মৌলিক শব্দ কোনটি?

উত্তরঃ ঘ। কালো

২৫। Epicurism’- এর যথার্থ পরিভাষা

উত্তরঃ গ। ভোগবাদ

২৬। Choose the correct sentence.

উত্তরঃ খ। I have much work to perform

২৭। Nasim will discuss the issue with Rafiq ______ phone.

উত্তরঃ ঘ। over

২৮। ______ Mount Everest is the highest peak in the Himalayas.

উত্তরঃ ঘ। No article

২৯। কর্তৃপক্ষ তাকে তিরষ্কার করল। – The best translation is:

উত্তরঃ ক। The authority took him to task.

৩০। The verb form of ‘deceit’ is:

উত্তরঃ ক। deceive

৩১। Slow and steady ______the race.

উত্তরঃ খ। wins

৩২। ‘A rolling stone gathers no moss.’ Here ‘rolling’ is –

উত্তরঃ গ। an adjective

৩৩। What would be the right synonym for initiative?

উত্তরঃ ক। enterprise

৩৪। He prohibited me-

উত্তরঃ ঘ। from doing it

৩৫। ‘Call to mind’ means-

উত্তরঃ গ। remember

৩৬। Identify the correct passive form or “He made me laugh.”

উত্তরঃ খ। I was made to laugh by him.

৩৭। Choose the correct sentence:

উত্তরঃ ক। Each of the three boys got a prize.

৩৮। He fathered the plan. Here the word ‘father’ is ______.

উত্তরঃ খ। a verb

৩৯। Price for bicycles can run ______Tk. 2,000.

উত্তরঃ গ। as high as

৪০। Walk fast lest you ______ miss the bus.

উত্তরঃ ক। should

৪১। The idiom put up with means

উত্তরঃ ঘ। tolerate

৪২।  Choose the correct alternative to correct the sentence. He ______ to see us if he had been able to do.

উত্তরঃ ঘ। would have come

৪৩। Identify the correct sentence-

উত্তরঃ গ। He is better than and superior to me.

৪৪। Select the meaning of the word ‘stagflation’

উত্তরঃ গ। economic slow down

৪৫। The word ‘permissive’ means

উত্তরঃ খ। liberal

৪৬। What would be the right antonym for ‘annihilate’

উত্তরঃ খ। establish

৪৭। The synonym of the word ‘scanty’ is

উত্তরঃ ক। meagre

৪৮। I have applied for the post of a Lecturer –English.

উত্তরঃ খ। of

৪৯। The principal along with his students —planting trees for two hours.

উত্তরঃ ঘ। has been

৫০। Which one is a correct sentence?

উত্তরঃ ঘ। All the information is correct

৫১। ৫ টি সংখ্যার গড় ৪০। এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হল, সংখ্যা ৩ টির গড় ২২। সমষ্টিগতভাবে ৮টি সংখ্যার গড় কত?

উত্তরঃ ক। ৩৩.২৫

৫২। দুইটি সংখ্যার অনুপাত ৭:৮ এবং তাদের ল.সাগু. ২৮০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?

উত্তরঃ ঘ। ৫

৫৩। ঘণ্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?

উত্তরঃ গ। x/y ঘণ্টা

৫৪। ১৬ জন শ্রমিক একটি কাজ ৩ ঘণ্টায় সম্পন্ন করতে পারে। উক্ত কাজটি সম্পন্ন করতে ৫ জন শ্রমিকের কত সময় লাগবে?

উত্তরঃ ক। ৯/ঘণ্টা

৫৫। / % হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?

উত্তরঃ ক। ৩ বছরে

৫৬। একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলাে। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতাে। ঘড়িটির ক্রয়মূল্য কত?

উত্তরঃ ঘ। ৩০০ টাকা

৫৭। প্রথম P সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত?

উত্তরঃ খ। P2

৫৮। x2+y2 = 18 এবং xy = 7 হলে (x-y)2 এর মান কত

উত্তরঃ গ। 4

৫৯। ∛∛a3 = কত?

উত্তরঃ ক। 1/a3

৬০। x-3 – 0.001 = 0 হলে x2 এর মান কত?

উত্তরঃ গ। 100

৬১। log264 + log28 এর মান কত?

উত্তরঃ ঘ। 9

৬২। x + 1/x = 4 হলে, x/(x2 – 3x + 1) এর মান ক

উত্তরঃ ক। 1

৬৩। বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

উত্তরঃ ঘ। 9

৬৪। √2/(√6 + 2) = কত?

উত্তরঃ ক। √3-√2

৬৫। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

উত্তরঃ খ। 16 বর্গ একক

৬৬। – 4a2 + 23a + 6 এর উৎপাদক কোনটি?

উত্তরঃ খ। (6 – a) (4a + 1)

৬৭। (a + b), a2 – b2, a3 – b3 এর গ, সা, গু কত?

উত্তরঃ ঘ। 1

৬৮। (3x)° + 3(x)° = কত?

উত্তরঃ ক। 4

৬৯। ২৫৩° কোণকে কি কোণ বলে?

উত্তরঃ খ। প্রবৃদ্ধ কোণ

৭০। কোনো সমকোণী ত্রিভুজের ভূমি a উচ্চতা b এবং অতিভূজ c হলে কোনটি সঠিক?

উত্তরঃ গ। c2 = a2 + b2

৭১। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?

উত্তরঃ ঘ। ৬০ ডিগ্ৰী

৭২। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ, ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত?

উত্তরঃ খ। ৪ : ১

৭৩। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪: ৫। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

উত্তরঃ ক। ১৬ : ২৫

৭৪। 3√3 এর 3 ভিত্তিক লগ কত?

উত্তরঃ ঘ। 3/2

৭৫। আখের রসে চিনি ও পানির অনুপাত 3 : 7 হলে, রসে কি পরিমাণ চিনি আছে?

উত্তরঃ গ। 30%

৭৬। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?-

উত্তরঃ খ। করোতোয়া

৭৭। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি–

উত্তরঃ ঘ। রাশিয়া

৭৮। মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়–

উত্তরঃ গ। ১৯৬৯

৭৯। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়–

উত্তরঃ ক। তারামন বিবি ও সিতারা বেগম

৮০। থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-

উত্তরঃ ক। বাথ

৮১। OPEC- এর সচিবালয় কোথায় অবস্থিত–

উত্তরঃ খ। ভিয়েনা

৮২। বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা–

উত্তরঃ গ। ৩৫০

৮৩। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কি বলা হয়?-

উত্তরঃ ক। ইন্টারনেট

৮৪। ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনকে?-

উত্তরঃ ঘ। ১১৭৬

৮৫। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস এর ভূমিকা সর্বোচ্চ?-

উত্তরঃ গ। সিএফসি

৮৬। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?-

উত্তরঃ খ। উপজেলা পরিষদ

৮৭। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন–

উত্তরঃ ক। সেনাবাহিনী

৮৮। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?-

উত্তরঃ খ। ময়মনসিংহ

৮৯। মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা– গানের রচয়িতা কে–

উত্তরঃ গ। অতুলপ্রসাদ সেন

৯০। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?-

উত্তরঃ ক। তাজউদ্দিন আহমেদ

৯১। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?-

উত্তরঃ ঘ। ৮ই মার্চ

৯২। ক্রেমলিন কি?-

উত্তরঃ ঘ। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন

৯৩। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর “মেমােরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তরঃ গ। ৩০ অক্টোবর ২০১৭

৯৪। জাপানের পার্লামেন্টের নাম কি?

উত্তরঃ গ। ডায়েট

৯৫। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কি?-

উত্তরঃ খ। চাঁদপুর

৯৬। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?-

উত্তরঃ খ। মেক্সিকো

৯৭। ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে–

উত্তরঃ ক। কাতার

৯৮। UNCHR এর সদর দপ্তর কোথায় –

উত্তরঃ গ। জেনেভা

৯৯। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি–

উত্তরঃ ঘ। যুক্তরাষ্ট্র

১০০। G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি–

উত্তরঃ খ। জাপান

 

Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply