13th NTRCA School-2 Preliminary Question with Answer
১৩তম NTRCA (School-2) প্রিলিমিনারি প্রশ্ন
১। স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ঘ। পরকীয়
২। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ ঘ। নিস্তেজ
৩। শত্রুকে দমন করে যে?
উত্তরঃ গ। অরিন্দম
৪। ভাষার মূল উপাদান কী?
উত্তরঃ ক। ধ্বনি
৫। নাটিকা শব্দটি কোন অর্থ স্ত্রীবাচক?
উত্তরঃ ক। ক্ষুদ্রার্থে
৬। It is health ___ is wealth.
উত্তরঃ ঘ। which
৭। The boy is ___ answer the question.
উত্তরঃ খ। too dull to
৮। I carried an umbrella in case____.
উত্তরঃ গ। it rained
৯। If I had seen him _____.
উত্তরঃ ক। I might have told him the matter.
১০। হায় ! তার মা আজ জীবিত নেই।
উত্তরঃ গ। Alas! His mother is no more today
১১। মেয়েটি চা অপেক্ষা দুধ বেশী পছন্দ করে।
উত্তরঃ ঘ। The girl prefers milk to tea
১২। সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে।
উত্তরঃ খ। It has been raining cats and dogs since morning
১৩। আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।
উত্তরঃ গ। I was to go to Manikganj
১৪। আমি তাকে পড়তে শুনলাম।
উত্তরঃ ক। I heard him to reading
১৫। Would that I ___ to college.
উত্তরঃ খ। could go
১৬। I wish I ____ a sweet song.
উত্তরঃ খ। sang
১৭। He spoke as though he ____ everything.
উত্তরঃ ঘ। had known
১৮। The colour of her eyes ___ blue.
উত্তরঃ ক। is
১৯। ‘Ten to one’ means _____
উত্তরঃ খ। very likely
২০। He insisted ___ there.
উত্তরঃ গ। on my going
২১। Jim and Della were as wise as the Magi (Negative).
উত্তরঃ ঘ। Jim and Della were not less wise than the Magi
২২। Every man must die (interrogative).
উত্তরঃ খ। Is there any man who will not die?
২৩। He worked very hard so that he could succeed in life (compound).
উত্তরঃ ক। He wanted to succeed in life and so he worked very hard
২৪। Find out the correct synonym of ‘occupy’ .
উত্তরঃ ঘ। grab
২৫। Find out the correct synonym of ‘defence’.
উত্তরঃ গ। resistance
২৬। Find out the antonym of ‘assist’.
উত্তরঃ খ। hinder
২৭। Bad habits should be nipped in the bud. Here the underline phrase means—
উত্তরঃ ঘ। to be stopped in the beginning
২৮। What is the noun form of the word ‘successful’?
উত্তরঃ গ। Success
২৯। Verb of the word ‘apology’ is ___
উত্তরঃ ক। apologise
৩০। He is proud of his ____.
উত্তরঃ ক। blue blood
৩১। ৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য কত?
উত্তরঃ খ। ৪৫০ টাকা
৩২। Log5(3√5)( √5) এর মান কোনটি?
উত্তরঃ গ। 5/6
৩৩। দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দু’টি কত?
উত্তরঃ ক। 27 এবং 20
৩৪। x+y=2, x2+y2= 4 হলে, x3+y3এর মান কত?
উত্তরঃ ঘ। 8
৩৫। যদি f(x)=x3 + 9x2 – 3x – 6 হয়, তবে f(-2)=কত?
উত্তরঃ খ। 32
৩৬। কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
উত্তরঃ খ। 14 সে.মি.
৩৭। image এই চিত্রে x এর মান কোনটি?
উত্তরঃ ক। 120°
৩৮। একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সে.মি. হলে এর কর্ণদ্বয়ের গুণফল কত?
উত্তরঃ খ। 104 বর্গ সে.মি.
৩৯। কোনো ত্রিভুজের একটি বহিঃস্থকোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?
উত্তরঃ গ। 180°
৪০। একটি সুষম ষড়ভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
উত্তরঃ ক। 60°
৪১। কোন সংখ্যার ১৫% ৫৪ হবে?
উত্তরঃ ঘ। ৩৬০
৪২। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭ : ২ । ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
উত্তরঃ ঘ। ২৬ : ১১
৪৩। ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তরঃ গ। ২৫
৪৪। একটি বৃত্তের ব্যাস r হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ঘ। কোনটিই নয়
৪৫। X2 – 6x + 9 = 0 সমীকরণের মুল কয়টি?
উত্তরঃ খ। 2
৪৬। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?
উত্তরঃ ক। 2
৪৭। (3/2)x = 1 হলে x এর মান নিচের কোনটি?
উত্তরঃ ক। 0
৪৮। x-2, x2 – 4 এবং x+2 এর গ.সা.গু নিচের কোনটি?
উত্তরঃ গ। 1
৪৯। জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য 1.50 টাকা এবং ভ্যাট 15% হলে মোট কত টাকা বিল হবে?
উত্তরঃ ঘ। 8.625 Taka
৫০। একই হার মুনাফায় কোনো আসল ৭ বছরে মুনাফা–আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা–আসলে তিনগুন হবে
উত্তরঃ খ। ১৪
৫১। (9x-4)/(3x-2) – 2 =?
উত্তরঃ ক। 3x
৫২। আয়ান সাহেব একটি মোবাইল সেট P টাকায় বিক্রয় করে x% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন?
উত্তরঃ ঘ। 100p/(100+x)
৫৩। 2x3 – 5x2 + 4 = 0 সমীকরণের x এর সহগ কত?
উত্তরঃ গ। 0
৫৪। 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত?
উত্তরঃ ক। 9
৫৫। ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ী তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে ঐ বাড়ীটি তৈরি করতে পারবে?
উত্তরঃ ক। ৫০ দিনে
৫৬। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তরঃ ঘ। সেন্ট মার্টিন
৫৭। বাংলাদেশের উপর দিয়ে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন কোন মাসে?
উত্তরঃ খ। মার্চ-মে
৫৮। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ গ। শশাঙ্ক
৫৯। ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তরঃ ক। জহির রায়হান
৬০। বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে?
উত্তরঃ গ। সেলিমা রহমান
৬১। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি?
উত্তরঃ ঘ। ২৬ জানুয়ারি
৬২। পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?
উত্তরঃ খ। লিওনেল মেসি
৬৩। সবচেয়ে বড় দিন কোনটি?
উত্তরঃ গ। ২১ জুন
৬৪। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
উত্তরঃ ক। WTO
৬৫। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলে?
উত্তরঃ খ। ইন্টারনেট
৬৬। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?
উত্তরঃ খ। হরিকেল
৬৭। দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তরঃ ঘ। জাপান
৬৮। ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কতটি?
উত্তরঃ ক। ৮১টি
৬৯। কুমিল্লার পূর্বনাম কি?
উত্তরঃ খ। ত্রিপুরা
৭০। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
উত্তরঃ গ। রংপুর
৭১। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোথায়?
উত্তরঃ ঘ। ব্রাজিল
৭২। এগার দফা আন্দোলন কখন হয়েছিল?
উত্তরঃ খ। ১৯৬৯ সালে
৭৩। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ ক। আবুল আহসান
৭৪। কোন খাদ্য পচন ধরে না?
উত্তরঃ ঘ। মধু
৭৫। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ গ। স্কার্ভি
৭৬। নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানব দেহের কোথায়?
উত্তরঃ খ। ফুসফুস
৭৭। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল–
উত্তরঃ ঘ। রাজ কাঁকড়া
৭৮। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন?
উত্তরঃ গ। ৫ জুন
৭৯। লাইন অব কন্ট্রোল– কোন দুটি দেশের মধ্যে?
উত্তরঃ ক। ভারত-পাকিস্তান
৮০। আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা করা হয়?
উত্তরঃ ক। কলেরা
৮১। আনারস কোন ভাষার শব্দ?
উত্তরঃ খ। পর্তুগিজ
৮২। নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?
উত্তরঃ গ। চলিত
৮৩। বিস্ময় চিহ্ণের বিরতিকাল কতটুকু?
উত্তরঃ ক। এক সেকেন্ড
৮৪। ‘চাঁদের হাট’–বাগধারাটির সঠিক অর্থ–
উত্তরঃ ঘ। আনন্দের প্রাচুর্য
৮৫। ‘ছকড়া নকড়া’–বাগধারাটির অর্থ–
উত্তরঃ গ। সস্তা দর
৮৬। কোন বানানটি সঠিক?
উত্তরঃ খ। মুমূর্ষু
৮৭। কোনটি শুদ্ধ বানান–
উত্তরঃ ক। তিতিক্ষা
৮৮। অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল–
উত্তরঃ খ। ভাষান্তরের উপর
৮৯। Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ–
উত্তরঃ গ। সবুরে মেওয়া ফলে
৯০। সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ণ বসে?
উত্তরঃ ক। হাইফেন
৯১। দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ঘ। দু: + যোগ
৯২। ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ ঘ। করণে ৭মী
৯৩। ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’–এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ গ। অপাদানে ৭মী
৯৪। ‘সকলের জন্য প্রযোজ্য’– এক কথায় কি হবে?
উত্তরঃ গ। সর্বজনীন
৯৫। কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
উত্তরঃ খ। গ্রামান্তর
৯৬। সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ কোনটি?
উত্তরঃ খ। নিশ্চেষ্ট
৯৭। গায়ক শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি?
উত্তরঃ ক। √গৈ:+ণক
৯৮। মুক্তি শব্দটির সঠিক প্রত্যয় কোনটি?
উত্তরঃ গ। √মুচ্+ক্তি
৯৯। প্রসূন এর প্রতিশব্দ?
উত্তরঃ ঘ। পুষ্প
১০০। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি বলে?
উত্তরঃ খ। দ্বিগু
see-https://webeduresult.com/13th-ntrca-school-preliminary-question/