12th NTRCA School Preliminary Question with Answer

12th NTRCA School Preliminary Question with Answer

Spread the love

১২তম NTRCA (School) প্রিলিমিনারি প্রশ্ন

১। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

উত্তরঃ ক। ২০৩ সেঃমিঃ

২। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?

উত্তরঃ ঘ। মেসোপটেমীয় সভ্যতা

৩। বুড়িমারী স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত?

উত্তরঃ গ। পাটগ্রাম

৪। ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?

উত্তরঃ ক। ইউনেস্কো

৫। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?

উত্তরঃ ক। চাঁপাইনবাবগঞ্জ

৬। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস?

উত্তরঃ ঘ। ১০ জানুয়ারি ১৯৭২

৭। FAO এর সদর দপ্তর?

উত্তরঃ খ। রোম

৮। ডায়েট কোন দেশের পার্লামেন্ট?

উত্তরঃ গ। জাপান

৯। মালয়েশিয়ার মুদ্রার নাম?

উত্তরঃ ক। রিংগিত

১০। স্বাধীন বাংলাদেশর প্রথম সরকার গঠিত হয় কবে?

উত্তরঃ গ। ১০ এপ্রিল, ১৯৭১

১১। আমিষ বেশি আছে কোনটিতে?

উত্তরঃ ঘ। মসুর ডাল

১২। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

উত্তরঃ খ। ভিটামিন সি

১৩। মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রয় তরল থাকে?

উত্তরঃ গ। পারদ

১৪। বর্তমান মেয়াদে মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি?

উত্তরঃ ক। ২১ তম

১৫। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ খ। ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে

১৬। ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি?

উত্তরঃ খ। অস্ট্রেলিয়া

১৭। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে?

উত্তরঃ ঘ। নাইট্রোজেন

১৮। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?

উত্তরঃ ক। সিসমোগ্রাফ

১৯। ‘সাবাস বাংলাদেশ‘ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

উত্তরঃ খ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

২০। নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন?

উত্তরঃ গ। ১৯৯৩

২১। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

উত্তরঃ ঘ। হামিদুর রহমান

২২। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?

উত্তরঃ খ। ৫ জুন

২৩। কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি প্রয়োজন?

উত্তরঃ ক। ২৫ ভাগ

২৪। এপিকালচার বলতে কি বোঝায়?

উত্তরঃ ঘ। মৌমাছি চাষ

২৫। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তরঃ গ। ৪ টি

২৬। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যামান?

উত্তরঃ খ। লেখ্য

২৭। ভাষার মৌলিক অংশ কয়টি ?

উত্তরঃ খ। ৪টি

২৮। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা হলে কোন চিহ্ন ব্যবাহার করতে হবে?

উত্তরঃ গ। কোলন

২৯। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে

উত্তরঃ ক। ভিজা বিড়াল

৩০। ‘চক্ষুদান করা ‘ বাগধারার অর্থ কী?

উত্তরঃ ক। চুরি করা

৩১। নিচের কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ খ। অদ্যাপি

৩২। নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

উত্তরঃ গ। বিবিধ জিনিস কিনলাম

৩৩। অনুবাদের পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল?

উত্তরঃ ক। অভ্যাসের

৩৪। He is out of luck – অর্থ কি?

উত্তরঃ ঘ। তার পোড়া কপাল

৩৫। ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ গ। বনঃ+পতি

৩৬। কোনটি স্বরসন্ধির উদাহরণ?

উত্তরঃ খ। হিমালয়

৩৭। ‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?

উত্তরঃ ক। ঐক্যদেশিক অধিকরণ

৩৮। ‘জিজ্ঞাসিব জনে জনে’– এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ খ। কর্মে ৭মী

৩৯। পূর্বপদ প্রধান সমাস কোনটি ?

উত্তরঃ গ। অব্যয়ীভাব

৪০। কোনটি নিত্য সমাস?

উত্তরঃ ক। জলমাত্র

৪১। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?

উত্তরঃ ঘ। জেলেনী

৪২। ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

উত্তরঃ ঘ। শিশু+ষ্ণ

৪৩। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

উত্তরঃ গ। ডাইনী

৪৪। ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?

উত্তরঃ গ। জেনানা

৪৫। ‘খাতক‘ এর বিপরীত শব্দ কোনটি ?

উত্তরঃ খ। মহাজন

৪৬। ‘হাতি‘ এর সমার্থক শব্দ কোনটি ?

উত্তরঃ খ। গজ

৪৭। নষ্ট হওয়া স্বভার যার – এক কথায় কী বলে ?

উত্তরঃ ক। নশ্বর

৪৮। সাপের খোলস– বাক্য সংকোচন কি হবে?

উত্তরঃ গ। নির্মোক

৪৯। ‘কমা‘ কোথায় বসে ?

উত্তরঃ ঘ। সম্বোধন পদের পর

৫০। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ‘ হয় না

উত্তরঃ খ। সাৎ

৫১। Tawfiq went to library with a view to……………

উত্তরঃ ক। reading a book

৫২। Hardly had we reached

উত্তরঃ ঘ। when the bell rang

৫৩। Though he is poor

উত্তরঃ গ। he is honest

৫৪। আমি তোমাকে খাওয়াব

উত্তরঃ ক। I Shall Feed you

৫৫। সে আমার আপন ভাই

উত্তরঃ ক। He is my brother

৫৬। আমার লিখিবার কলম নাই

উত্তরঃ ঘ। I have no pen to write with

৫৭। The adverb form is ‘Heart’ is

উত্তরঃ খ। heartily

৫৮। Verb form of the word ‘ Danger’ is

উত্তরঃ গ। Endanger

৫৯। Noun form of the word ‘Long’ is

উত্তরঃ ক। length

৬০। The Padma is one of the biggest rivers in Bangladesh.( Positive)

উত্তরঃ গ। Very few rivers in Bangladesh are as big as the Padma

৬১। Every mother loves her child( negative)

উত্তরঃ ঘ। There is no mother but loves her child

৬২। Without working hard you can’t shine in life.( make it complex sentence)

উত্তরঃ খ। unless you work hard you can not shine in life

৬৩। If you wanted , I (help) you.

উত্তরঃ গ। would help

৬৪। They arrived here after you

উত্তরঃ ক। had left

৬৫। Let the sentence be ( pen) through .

উত্তরঃ খ। Penned

৬৬। A —– in time saves nine .

উত্তরঃ খ। Stitch

৬৭। The man was—- for murder .

উত্তরঃ ঘ। hanged

৬৮। He speaks as if he —– a mad .

উত্তরঃ ক। were

৬৯। The Synonym of the ‘Witty’ is

উত্তরঃ খ। clever

৭০। The Synonym of the ‘cordial’ is

উত্তরঃ গ। amiable

৭১। The antonym of the word ‘adverse’ is .

উত্তরঃ ঘ। favourable

৭২। The antonym of the word ‘flexible ‘ is

উত্তরঃ খ। hard

৭৩। —–He is coming today .

উত্তরঃ ক। ten to one

৭৪। You’ll fail in the exam, if you— from school.

উত্তরঃ ঘ। Play Truant.

৭৫। His —————- pleased us all.

উত্তরঃ গ। Maiden speech

৭৬। আয়তাকার একটি ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং তার পরিসীমা ১৩৬ মিটার হলে, দৈর্ঘ্য ও প্রস্থ =?

উত্তরঃ খ। ৪০ ও ২৮

৭৭। ১ম ও ২য় সংখ্যার গড় ২৫. আবার ১ম, ২য় ও ৩য় সংখ্যার গড় ৩০ হলে, ৩য় সংখ্যাটি কত?

উত্তরঃ ঘ। ৪০

৭৮। একটি খাড়া খুটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 4 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?

উত্তরঃ গ। ৫ মিটার

৭৯। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 ব.মি. হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

উত্তরঃ ক। ৬ মিটার

৮০। পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 & 25 সেকেণ্ড অন্তর বাজতে লাগল,কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বেজে উঠবে?

উত্তরঃ ক। ৫ মিনিট

৮১। 2 টি সংখ্যার গুণফল 54 & লসাগু 18 হলে, গসাগু ?

উত্তরঃ গ। 3

৮২। বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত?

উত্তরঃ গ। ৩৬ টাকা

৮৩। 100 টাকায় 15 টি করে ক্রয় করে, 100 টাকায় 12 টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ/ক্ষতি হবে?

উত্তরঃ ক। 25% লাভ

৮৪। ৪% হার মুনাফায় কোন টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত?

উত্তরঃ ঘ। ৬২৫ টাকা

৮৫। a=√6+√5 হলে, (a6 -1)/a3 এর মান কত?

উত্তরঃ গ। 46√5

৮৬। log x1/16 = -2 হলে, x এর মান কত?

উত্তরঃ খ। 4

৮৭। a³ – b³ = 513 & a-b= 3 হয়,তবে ab =?

উত্তরঃ ক। 54

৮৮। 5log3 — log9 =?

উত্তরঃ খ। log 27

৮৯। x³ + 6x²y + 11xy² + 6y³ এর উৎপাদক কোনটি?

উত্তরঃ গ। (x+y)(x+2y)(x+3y)

৯০। a এর মান কত হলে 9 – 12x + ax² একটি পূর্ণবর্গ হবে?

উত্তরঃ গ। 4

৯১। (√3) x+1 = ( ∛3)2x-1 এর সমাধান কত?

উত্তরঃ ঘ। 5

৯২। 9x² + 16 y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

উত্তরঃ ঘ। 24 xy

৯৩। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ৬ সে.মি. বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল ৮১০ বর্গ.সেমি. হলে, এর উচ্চতা কত?

উত্তরঃ গ। 27 সে.মি.

৯৪। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে –

উত্তরঃ গ। আয়তক্ষেত্র

৯৫। নিচের তথ্যগুলো লক্ষ্য করুন
(i)বৃ  স্পর্শক স্পর্শকবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব
(ii)  র্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ
(iii)বৃ র সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
ওপরের তথ্যের আলোকে নিম্নের কোনটি সঠিক?

উত্তরঃ খ। (i), (ii) ও (iii)

৯৬। ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বৃদ্ধি করা হলো, যেখানে <A= 45°, <B=60° হলে, <ACD=?

উত্তরঃ খ। 105°

৯৭। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে—

উত্তরঃ ক। √3/4 a²

৯৮। একটি রেখংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ বর্গক্ষেত্রের এক–তৃতীয়াংশ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?

উত্তরঃ গ। ৯ গুণ

৯৯। বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

উত্তরঃ খ। ৯

১০০। PQRS সামান্তরিকের <P = 100°, তাহলে <Q এর মান কত?

উত্তরঃ খ। 80°

১০১। G-৪ এর একমাত্র এশীয় দেশ কোনটি?

উত্তরঃ খ। জাপান

১০২। ড্রোন কি?

উত্তরঃ ঘ। চালকবিহীন বিমান

১০৩। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়?

উত্তরঃ গ। জাপান

১০৪। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ ক। মার্ক জুকারবার্গ

১০৫। Mouse একটি –

উত্তরঃ ক। Input device

১০৬। VDU এর পূর্ণরূপ হচ্ছে

উত্তরঃ ঘ। Visual Display Unit

১০৭। সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে –

উত্তরঃ খ। ৯টি

১০৮। পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়?

উত্তরঃ গ। B ও C

১০৯। বিলিরুবিন তৈরি হয় –

উত্তরঃ ক। যকৃতে

১১০। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে—

উত্তরঃ গ। ১৫৩টি

১১১। বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয়?

উত্তরঃ ঘ। ১ ডিসেম্বর

১১২। জাপানের পার্লামেন্টের নাম কি?

উত্তরঃ খ। ডায়েট

১১৩। সুইডেনের মুদ্রার নাম কি?

উত্তরঃ গ। ক্রোনা

১১৪। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?

উত্তরঃ ক। মেসোপটমিয়া সভ্যতা

১১৫। মাটির ময়না” ছবি নির্মাণ করেন কে?

উত্তরঃ খ। তারেক মাসুদ

১১৬। তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায়?

উত্তরঃ খ। ব্রাহ্মণবাড়িয়া

১১৭। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

উত্তরঃ ঘ। ৪টি

১১৮। কোন দেশের রাজাকে ‘Son of God’ বলা হতো?

উত্তরঃ ক। চীন

১১৯। বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো—

উত্তরঃ খ। সিঙ্গাপুর

১২০। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল—

উত্তরঃ গ। ১৬৯টি

১২১। ২০১৮ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ঘ। ১৭৭ তম

১২২। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?

উত্তরঃ খ। মুঘল সম্রাট আকবর

১২৩। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

উত্তরঃ ক। ১৯১১ সালে

১২৪। নিজের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে?

উত্তরঃ গ। পাল বংশ

১২৫। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

উত্তরঃ গ। সেন্টমার্টিন

১২৬। দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

উত্তরঃ খ। ১০

১২৭। ৪, ৮ ও ১০ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

উত্তরঃ ঘ। ২০

১২৮। কোনটি অভেদ?

উত্তরঃ গ। (p + q)2= p2+ 2pq + q2

১২৯। এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?

উত্তরঃ ক। ২৭.৫০ টাকা

১৩০। x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?

উত্তরঃ খ। 8

১৩১। ১ হতে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?

উত্তরঃ খ। ২৫

১৩২। x + 1/x = √5 হলে, x3 + 1/x3

উত্তরঃ গ। 2√5

১৩৩। x2 + 5x, x2 – 25, x2 + 7x + 10 এর গ.সা.গু কত?

উত্তরঃ ক। x+5

১৩৪। সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ ঘ। ২৫√৩ বর্গ সে.মি.

১৩৫। একটি কোণের দ্বিগুণ ৬০° হলে কোণটির পূরক কোণ কত?

উত্তরঃ গ। ৬০°

১৩৬। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। এর ক্ষেত্রফল কত?

উত্তরঃ খ। ১২ বর্গ সে.মি.

১৩৭। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

উত্তরঃ ক। ১৬৪০

১৩৮। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

উত্তরঃ খ। ৯ : ৪

১৩৯। ∛∛a3 = কত?

উত্তরঃ গ। a1/3

১৪০। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?

উত্তরঃ ক। 13 : 12 : 5

১৪১। যদি 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হয়, তবে n-এর মান কত?

উত্তরঃ ঘ। 4√3

১৪২। x-এর মান কত হলে a(x-a) = b(x-b) হবে?

উত্তরঃ ঘ। a+b

১৪৩। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

উত্তরঃ খ। 5

১৪৪। 4x+ 1 = 2x-2 হলে, x এর মান কত?

উত্তরঃ গ। -4

১৪৫। 1 – a2 + 2ab + b2 এর উৎপাদক কোনটি?

উত্তরঃ খ। (1+a-b)(1-a+b)

১৪৬। x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?

উত্তরঃ খ। (2y2– x2)/xy

১৪৭। বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে–আসলে ১০৩৬ টাকা হবে?

উত্তরঃ ক। ৭০০ টাকা

১৪৮। ৯০ কোন সংখ্যার ৭৫%?

উত্তরঃ গ। ১২০

১৪৯। ৭টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?

উত্তরঃ ঘ। ১৮

১৫০। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩৷ দ্বিতীয় সংখ্যাটি কত?

উত্তরঃ খ। ৭

১৫১। তিনি কদাচিত মিথ্যা কথা বলেন।

উত্তরঃ ক। He seldom tells a lie

১৫২। ভুল করা মানুষের স্বভাব।

উত্তরঃ ঘ। To err is human

১৫৩। নাই মামার চেয়ে কানা মামা ভাল

উত্তরঃ গ। Something is better than nothing

১৫৪। লোকটি মরমর অবস্থা।

উত্তরঃ ক। The man is about to die

১৫৫। আমি তাকে দিয়ে কাজটি করালাম ।

উত্তরঃ ক। I made him do the work

১৫৬। Belal is the best boy in the class. (Comparative)

উত্তরঃ ঘ। Belal is better than any other boy in the class

১৫৭। Everybody hates a liar. (Interrogative)

উত্তরঃ খ। Who does not hate a liar?

১৫৮। He is poor but he is honest. (Complex)

উত্তরঃ গ। Though he is poor, he is honest

১৫৯। He is so weak that he cannot walk. (Simple)

উত্তরঃ ক। He is too weak to walk

১৬০। ‘Milk and water’ means?

উত্তরঃ গ। timid

১৬১। Politicians often use students as –

উত্তরঃ ঘ। cat’s paw

১৬২। Sher-e-Bangla was

উত্তরঃ খ। man of mark

১৬৩। He is – a rogue.

উত্তরঃ গ। Out and out

১৬৪। I saw the beggar – on the floor.

উত্তরঃ ক। lying

১৬৫। I went to the library with a view to -knowledge.

উত্তরঃ খ। gaining

১৬৬। The poor-much in winter.

উত্তরঃ খ। suffer

১৬৭। Walk fast lest you (miss) the train.

উত্তরঃ ঘ। should miss

১৬৮। The patient (die) before the doctor came.

উত্তরঃ ক। had died

১৬৯। I (to suffer) from fever for three days.

উত্তরঃ খ। have been suffering

১৭০। Hardly had we taken shelter under a big tree-

উত্তরঃ গ। when the strom started

১৭১। If I were a bird –

উত্তরঃ ঘ। I would fly in the sky

১৭২। He speaks as if –

উত্তরঃ খ। he knew everything

১৭৩। Which is the antonym of ‘handsome’?

উত্তরঃ ক। Ugly

১৭৪। What is the adjective of ‘comfort?

উত্তরঃ ঘ। Comfortable

১৭৫। Find out the correct synonym of the word ‘ability.

উত্তরঃ গ। Capability

১৭৬। He lives from hand to mouth-এর সঠিক অনুবাদ কোনটি?

উত্তরঃ খ। সেদিন আনে দিন খায়

১৭৭। সকাল থেকে বৃষ্টি হচ্ছে—এর ইংরেজি অনুবাদ হলো—

উত্তরঃ ঘ। It has been raining since morning

১৭৮। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?

উত্তরঃ গ। অন্যায়ের ফল অনিবার্য

১৭৯। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

উত্তরঃ ক। নর-নারী

১৮০। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

উত্তরঃ ক। এয়ো

১৮১। সকলের জন্য প্রযোজ্য”—এক কথায় কী হবে?

উত্তরঃ খ। সর্বজনীন

১৮২। “যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ–এক কথায় কী বলে?

উত্তরঃ গ। শ্বাপদসংকুল

১৮৩। ‘গ্রহণ‘ শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ ক। বর্জন

১৮৪। “তেজী” শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ ঘ। নিস্তেজ

১৮৫। “মাতঙ্গ’ কার সমাৰ্থক?

উত্তরঃ গ। হাতি

১৮৬। কোনটি ‘পানি‘ শব্দের সমাৰ্থক শব্দ?

উত্তরঃ খ। সলিল

১৮৭। √কাঁদ+অন– কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?

উত্তরঃ ক। কৃৎ প্রত্যয়

১৮৮। মুক্তি’–এর সঠিক প্রকৃতি–প্রত্যয় কোনটি?

উত্তরঃ খ। √মুচ্+ ক্তি

১৮৯। ভিখারিকে ভিক্ষা দাও”– কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ গ। সম্প্রদানে ৪র্থ

১৯০। ফুলে ফুলে ঘর ভরেছে‘-বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ ক। করণে ৭মী

১৯১। ব্যাসবাক্যের অপর নাম কী?

উত্তরঃ ঘ। বিগ্রহ বাক্য

১৯২। ‘চাঁদের ন্যায় মুখ = চাদমুখ‘ কোন প্রকার কর্মধারয় সমাস?

উত্তরঃ ঘ। উপমান

১৯৩। সতীশ’ শব্দটির সন্ধি–বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ গ। সতী + ঈশ

১৯৪। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি–বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ গ। গো + এষণা

১৯৫। নিচের কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ খ। অগ্নিবীণা

১৯৬। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?

উত্তরঃ ক। সেমিকোলন

১৯৭। চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ গ। আনন্দের প্রাচুর্য

১৯৮। কোন বানানটি সঠিক?

উত্তরঃ ক। মুমূর্ষ

১৯৯। ‘চশমা’ কোন ভাষার শব্দ?

উত্তরঃ ঘ। ফারসি

২০০। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

উত্তরঃ খ। পরিবর্তনশীল

see-https://webeduresult.com/11th-ntrca-school-2-preliminary-question-with-answer/

Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply