11th NTRCA College Preliminary Question with Answer

11th NTRCA College Preliminary Question with Answer

Spread the love

১১তম NTRCA College প্রিলিমিনারি প্রশ্ন

১। দুইটি সংখ্যার ল.সা.গু ৮৪, গ.সা.গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?

উত্তরঃ ঘ। ২৮

২। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

উত্তরঃ ঘ। (১২, ১৭)

৩। x – 1/x =1 হলে x3 – 1/x3 এর মান কত?

উত্তরঃ গ। 4

৪। নিচের কোনটি বৃত্তের সমীকরন?

উত্তরঃ ক। x2+ y2= 5

৫। logx 324 = 4 হলে x এর মান কত?

উত্তরঃ ক। 3√2

৬। একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুন বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুন বৃদ্ধি পাবে?

উত্তরঃ ঘ। 3 গুন

৭। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য ২০° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

উত্তরঃ খ। ৩৫°

৮। ১০ টাকায় ১ হালি লেবু কিনে ৬০ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

উত্তরঃ গ। ৫

৯। বেলা ২.৩০ ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রী কোন উৎপন্ন করবে?

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

১০। ১ থেকে ৪০ পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা বিদ্যমান?

উত্তরঃ গ। ১২

১১। এক ব্যাক্তির মাসিক আয় ও ব্যায়ের অনুপাত ৫ : ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?

উত্তরঃ ঘ। ২৫,০০০

১২। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 cm হলে, এর ক্ষেত্রফল কত হবে?

উত্তরঃ খ। 18 sq. cm

১৩। 1 + 3 + 6 + 10 + 15 + …… ধারাটির সপ্তম পদ কত?

উত্তরঃ গ। 28

১৪। কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হলে সংখ্যাটি হবে–

উত্তরঃ ক। ২০০

১৫। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?

উত্তরঃ খ। ৩০%

১৬। 3x3 + 2x2 – 21x – 20 রাশির একটি উৎপাদক হচ্ছে–

উত্তরঃ খ। x+1

১৭। (3√3 × 3√4) 6 = ?

উত্তরঃ ঘ। 144

১৮। 33x – 8 = 34 হলে x এর মান কত?

উত্তরঃ ক। 4

১৯। কোণ ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

উত্তরঃ খ। ৩৬০°

২০। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ১৬ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?

উত্তরঃ গ। ৬৪√৩

২১। সূর্যের উন্নিত কোণ 60° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 240 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

উত্তরঃ ঘ। 415.69 মিঃ

২২। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর–

উত্তরঃ খ। অর্ধেক

২৩। sin θ এর সর্বনিন্ম মান কত?

উত্তরঃ ক। -1

২৪। একট সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেক তত ছোট। সংখ্যাটি কত?

উত্তরঃ ঘ। ৭৩৫

২৫। ২৪ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

উত্তরঃ গ। ৭৫

২৬। প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো?

উত্তরঃ খ। কুমিল্লা, নোয়াখালী

২৭। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর সংগীত পরিচালক কে ছিলেন?

উত্তরঃ ঘ। সমর দাস

২৮। বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার কত?

উত্তরঃ গ। ২৩.২%

২৯। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত?

উত্তরঃ ক। ৪ বছর

৩০। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল?

উত্তরঃ ক। ভবের পাড়া

৩১। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?

উত্তরঃ খ। মৌলভী বাজার

৩২। পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

উত্তরঃ গ। দক্ষিন তালপট্টি দ্বীপ

৩৩। আপেলে কোন এসিড বিদ্যমান থাকে?

উত্তরঃ ক। ম্যালিক এসিড

৩৪। সুনামীর কারণ হলো–

উত্তরঃ ঘ। সমুদ্র তলদেশে ভূমিকম্প

৩৫। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

উত্তরঃ গ। ১২০ দিন

৩৬। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তরঃ খ। কালো

৩৭। নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?

উত্তরঃ ক। ই-মেইল

৩৮। বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরষ্কার লাভ করেন?

উত্তরঃ খ। ১০ অক্টোবর ১৯৭২

৩৯। চিরশান্তির শহর কোনটি?

উত্তরঃ গ। রোম

৪০। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?

উত্তরঃ ক। ইরাক

৪১। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ঘ। ১০ ডিসেম্বর

৪২। ভুটানের মুদ্রার নাম কি?

উত্তরঃ ঘ। গুলট্রাম

৪৩। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

উত্তরঃ গ। ১৯৩

৪৪। বাতাসের শহর কোনটি?

উত্তরঃ গ। শিকাগো

৪৫। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি?

উত্তরঃ খ। চাকমা

৪৬। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ খ। ব্রাসেলস

৪৭। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

উত্তরঃ ক। সাঙ্গু

৪৮। পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

উত্তরঃ গ। হীরক

৪৯। সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

উত্তরঃ ঘ। অপরাহ্নে

৫০। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ খ। ভিয়েনা

৫১। ভাষার মূল উপকরন কী?

উত্তরঃ ক। বাক্য

৫২। জুতো শব্দটি কোন ভাষারীতির?

উত্তরঃ ঘ। চলিত

৫৩। কোনটি দন্ত্য ধ্বনি?

উত্তরঃ গ। ত

৫৪। বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?

উত্তরঃ ক। বিহারীলাল চক্রবর্তী

৫৫। কোন শব্দটি ঘোড়ার সমার্থক?

উত্তরঃ ক। তুরঙ্গ

৫৬। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কী?

উত্তরঃ ঘ। গাজীমিয়া

৫৭। ‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ–

উত্তরঃ খ। বড় ধরনের চুরি

৫৮। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?

উত্তরঃ গ। সংলাপে

৫৯। ইঁদুর কপালে কি?

উত্তরঃ ক। বাগধারা

৬০। কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ গ। সমীচীন

৬১। নষ্ট হওয়া স্বভাব নয় যার– এক কথায় কী হবে?

উত্তরঃ ঘ। অবিনশ্বর

৬২। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ‘ছাত্রটিকে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ খ। কর্মকারকে দ্বিতীয়া

৬৩। সমাস নির্নয় করুন ‘ধানের ক্ষেত’

উত্তরঃ গ। ষষ্ঠী তৎপুরুষ

৬৪। ‘শোক’ শব্দের বিপরীত–

উত্তরঃ ক। হর্ষ

৬৫। উৎ+শ্বাস – এটি কোন সন্ধি?

উত্তরঃ খ। ব্যঞ্জন সন্ধি

৬৬। বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষন থামতে হয়?

উত্তরঃ খ। ১ বলার দ্বিগুণ সময়

৬৭। সুহৃদ কী ধরনের শব্দ?

উত্তরঃ ঘ। যৌগিক

৬৮। তিনি সৎ কিন্তু কৃপন– বাক্যটি

উত্তরঃ ক। যৌগিক বাক্য

৬৯। ‘খেচর’ শব্দটির অর্থ কী?

উত্তরঃ খ। আকাশে বিচরণকারী

৭০। কোনটি নিত্য নারী বাচক শব্দ?

উত্তরঃ গ। সতীন

৭১। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?

উত্তরঃ ঘ। অর্কেস্ট্রা

৭২। ‘ফুড কনফারেন্স’ এর রচয়িতা কে?

উত্তরঃ খ। আবুল মনসুর আহমেদ

৭৩। কলি ও কলম কি?

উত্তরঃ ক। পত্রিকা

৭৪। প্রত্যয় কয় প্রকার?

উত্তরঃ খ। দুই

৭৫। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

উত্তরঃ গ। ছোট গল্প

৭৬। Which one is the correct passive form of the sentence “Your conduct pleased me”?

উত্তরঃ খ। I was pleased with your conduct

৭৭। Choose the verb form of ‘friend’.

উত্তরঃ ঘ। befriend

৭৮। তার জন্য জায়গা করে দাও। এর শুদ্ধ ইংরেজি কি?

উত্তরঃ গ। Make room for him

৭৯। What is the synonym of ‘reveal’?

উত্তরঃ ক। Disclose

৮০। Fill yin the gaps with appropriate preposition in the sentence: I am pleased _____ hear about your promotion.

উত্তরঃ ক। to

৮১। Swan song means_

উত্তরঃ খ। Last work

৮২। Sinners will suffer_

উত্তরঃ খ। in no time

৮৩। All men must die’ Negative form of this sentence is:

উত্তরঃ গ। None but all men will die

৮৪। I would rather die ____.

উত্তরঃ ঘ। than beg

৮৫। Had I been rich, I _________ .

উত্তরঃ গ। Would have helped the poor

৮৬। Do not insist ___ his going there.

উত্তরঃ খ। on

৮৭। What is the noun form of ‘believe’?

উত্তরঃ ক। belief

৮৮। ‘He ran fast lest he ___ miss the train.’

উত্তরঃ খ। should

৮৯। Phonetics is concerned with ____

উত্তরঃ গ। Pronunciation

৯০। He advised me ___ smoking.

উত্তরঃ ক। to give up

৯১। Would you mind (to take) simply a cup of coffee? The correct verb form would be—

উত্তরঃ ঘ। taking

৯২। The passive form of the sentence ‘Do it as I say’ is:

উত্তরঃ ঘ। Let it be done as I say

৯৩। ‘Blue blood’ means

উত্তরঃ গ। Aristocratic birth

৯৪। I look forward ___ you.

উত্তরঃ গ। to hearing from

৯৫। We worked hard so that we ____ succeed.

উত্তরঃ খ। could

৯৬। Use article: _____ water of this pond is clear.

উত্তরঃ খ। The

৯৭। Which one is a compound noun?

উত্তরঃ ক। Headmaster

৯৮। The man was ____ murder.

উত্তরঃ গ। hanged for

৯৯। ‘Head over heels in love’ means

উত্তরঃ ঘ। loving somebody very much

১০০। Choose the correct sentence.

উত্তরঃ খ। No sooner had I come than he went away.

see-https://webeduresult.com/11th-ntrca-school-2-preliminary-question-with-answer/

Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply