10th NTRCA School-2 Preliminary Question with Answer

10th NTRCA School-2 Preliminary Question with Answer

Spread the love

১০ম NTRCA (School-2) প্রিলিমিনারি প্রশ্ন

১। বাংলার শেষ নবাব সিরাজ–উ–দ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?

উত্তরঃ গ। পলাশী যুদ্ধে

২। বাংলাদেশে বাস করেনা এমন উপজাতির নাম–

উত্তরঃ ঘ। মাওরি

৩। bKash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে?

উত্তরঃ গ। ব্র্যাক ব্যাংক

৪। সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

উত্তরঃ ক। হাইড্রোজেন

৫। সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন–

উত্তরঃ ক। মার্ক জাকারবার্গ

৬। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?

উত্তরঃ ঘ। রাঙামাটি

৭। কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?

উত্তরঃ খ। AB রক্ত গ্রুপকে

৮। ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?

উত্তরঃ গ। মেঘনা

৯। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

উত্তরঃ ক। ইউরিয়া

১০। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

উত্তরঃ গ। ২০.৭১%

১১। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি?

উত্তরঃ ঘ। ২১ তম

১২। দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি?

উত্তরঃ খ। ৪৯২ টি

১৩। ৬ষ্ট টি–২০ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নিয়েছে?

উত্তরঃ গ। ১৬টি

১৪। চট্রগ্রামের নাম ‘ইসলামাবাদ’ কে রাখেন?

উত্তরঃ ক। শায়েস্তা খান

১৫। কত সালে হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?

উত্তরঃ খ। ১৮৫৬

১৬। জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?

উত্তরঃ খ। ৭টি

১৭। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ গ। ঢাকার ইসলামপুরে

১৮। সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

উত্তরঃ ক। ভিটামিন ‘ডি’

১৯। বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত–

উত্তরঃ খ। ভেড়ামারা

২০। কিসের সাহায্যে সমুদ্র্যের গভীরতা নির্ণয় করা হয়?

উত্তরঃ গ। প্রতিধ্বনি

২১। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন সালে?

উত্তরঃ ঘ। ১৯১৩

২২। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ খ। চট্রগ্রাম

২৩। সূর্য উদয়ের দেশ কোনটি?

উত্তরঃ ক। জাপান

২৪। ১৯৫২ সালে বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত–

উত্তরঃ ঘ। ভাষা আন্দোলন

২৫। বিশ্ব পরিবেশ দিবস কবে?

উত্তরঃ গ। ৫ জুন

২৬। দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে?

উত্তরঃ খ। সমাধান নেই

২৭। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

উত্তরঃ ঘ। 1/2 ×ভূমি× উচ্চতা

২৮।  চিত্রে XY এবং WZ দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সেক্ষেত্রে <a + <b এর মান নিচের কোনটি?

উত্তরঃ গ। 180°

২৯।n চিত্রে ∆ABC এর দুই বাহুর দৈর্ঘ্য a এবং b । বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ Ө। সেক্ষেত্রে ∆ABC এর ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র হবে–

উত্তরঃ ক। 1/2(absin Ө)

৩০। ১০ মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে অবনতি কোণ কত ডিগ্রি?

উত্তরঃ ক। 60°

৩১। বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণ কত?

উত্তরঃ খ। 30°

৩২। বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?

উত্তরঃ ক। 5π

৩৩। 50° এর পূরক কোণ কোনটি?

উত্তরঃ ক। 40°

৩৪। সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° হলে অপর কোণটি কত?

উত্তরঃ ঘ। 30°

৩৫। log5(√5 ∛5) এর মান কত?

উত্তরঃ গ। 5/6

৩৬। 9x+3 = 27x+1 হলে x এর মান কত?

উত্তরঃ খ। 3

৩৭। (2-1+ 5-1)-1 এর মান কত?

উত্তরঃ ক। 10/7

৩৮। x2 – y2, (x + y) 2, x3 + y3 এর গ.সা.গু কত?

উত্তরঃ খ। x+y

৩৯। দুইটি সংখ্যার যোগফল 56। যদি সংখ্যা দুইটির অনুপাত 3:1 হয়, তবে সংখ্যা দুইটির গুনফল নিচের কোনটি হবে?

উত্তরঃ গ। 588

৪০। ১ + ১/৩ + ১/৯ + ………………ধারাটির ১ম ৫টি পদের সমষ্টি কত?

উত্তরঃ ক। ১২১/৮১

৪১। a= √3 + √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?

উত্তরঃ ঘ। 24√3

৪২। ax = b, by = C, cz = a হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?

উত্তরঃ ঘ। a=axyz

৪৩। √m + 1/√m = 2 হলে, √m – 1/√m = কত?

উত্তরঃ গ। 0

৪৪। মুনাফার হার ৮% হলে, ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?

উত্তরঃ গ। ১৬০ টাকা

৪৫। ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?

উত্তরঃ খ। ৩৯২ টাকা

৪৬। লাভ হিসাবে–
i. লাভ ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়
ii. ২০০ টাকায় ১০% ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ ১০ টাকা
iii. ১০% লাভে ৫০০ টাকার পন্যের বিক্রয়মূল্য ৫১০ টাকা ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

উত্তরঃ ক। i

৪৭। ৭ জন লোক একদিনে একটী কাজের ১/৭ অংশ করে। ৭ দিনে একজন লোক ঐ কাজের কত অংশ করতে পারবে?

উত্তরঃ ক। ১/৭ অংশ

৪৮। 25 : 81 দ্বিভাজিত অনুপাত কোনটি?

উত্তরঃ গ। 5 : 9

৪৯। ১/৪, ৩/১৬, ৯/২০এর সাধারণ গুনিতক নিচের কোনটি?

উত্তরঃ ঘ। ৯/৪

৫০। ১৫০ এর ১০% কত?

উত্তরঃ খ। ১৫

৫১। The correct spelling is:

উত্তরঃ ক। humorous

৫২। What is the adjective of ‘child’?

উত্তরঃ ঘ। Childish

৫৩। The man is so weak that he cannot walk.(simple)

উত্তরঃ গ। The man is too weak to walk.

৫৪। What have you bought? (Passive)

উত্তরঃ ক। what has been bought by you?

৫৫। Only Rina can do this sum.(Negative)

উত্তরঃ ক। None but Rina can not do this sum.

৫৬। What a nice scenery it is !(Assertive)

উত্তরঃ ঘ। It is a very nice scenery.

৫৭। All love flower. (Interrogative)

উত্তরঃ খ। Who does not love flower?

৫৮। ‘Cock and bull story’ means-

উত্তরঃ গ। a false story

৫৯। ‘Apple of one’s eye’ means-

উত্তরঃ ক। extremely favorite

৬০। What is the meaning of ‘white elephant’?

উত্তরঃ গ। A very costly or troublesome possession

৬১। Everybody should _____ their old parents.

উত্তরঃ ঘ। look after

৬২। The parent will ____ soon.

উত্তরঃ খ। come round

৬৩। None of the students _____ a car.

উত্তরঃ গ। has

৬৪। Would you mind ____ the window?

উত্তরঃ ক। opening

৬৫। Choose the correct verb to complete the sentence. You had better ____ a doctor.

উত্তরঃ খ। see

৬৬। No sooner had the thief seen the police ____.

উত্তরঃ খ। than he ran away

৬৭। He is working hard_______.

উত্তরঃ খ। that he can shine in life

৬৮। রাণী ছবি আঁকে–

উত্তরঃ ঘ। Rani is drawing a picture

৬৯। লোকটি হাসতে হাসতে আমার কাছে এল–

উত্তরঃ ক। The man comes to me by laugh.

৭০। সে কি গতকাল এসেছে?

উত্তরঃ গ। Did he come yesterday?

৭১। অপমানের চেয়ে মৃত্যু ভাল–

উত্তরঃ ঘ। Death is preferable to dishonour.

৭২। বাংলাদেশ একটি নদীবহুল দেশ–

উত্তরঃ খ। Bangladesh is a riverine country.

৭৩। আমার যদি পাখির মত ডানা থাকত।

উত্তরঃ ক। Had I the wings of a bird!

৭৪। মুষলধারে বৃষ্টি হচ্ছে।

উত্তরঃ ঘ। It is raining cats and dogs.

৭৫। সে সাঁতার কাটতে জানেনা।

উত্তরঃ গ। He does not know how to swim.

৭৬। ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ–

উত্তরঃ খ। ষট+ঋতু

৭৭। বাক্য কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?

উত্তরঃ ঘ। হাইফেন

৭৮। This collar is too limp এর অর্থ–

উত্তরঃ গ। এই কলারটি বড্ড নরম

৭৯। ‘বক্তব্য’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

উত্তরঃ ক। √বচ+তব্য

৮০। ‘উপভাষা’ কোন সমাসের উদাহরণ?

উত্তরঃ ক। অব্যয়ীভাব সমাস

৮১। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?

উত্তরঃ খ। প্রমথ চৌধুরী

৮২। ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয় কোনটি?

উত্তরঃ গ। ভূধর

৮৩। কোন বাক্যটি শুদ্ধ?

উত্তরঃ ক। দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

৮৪। শকুনি মামা এর অর্থ–

উত্তরঃ ঘ। কুচক্রী লোক

৮৫। To err is human-

উত্তরঃ গ। মানুষ মাত্রই ভুল করে

৮৬। তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি–

উত্তরঃ খ। যৌগিক বাক্য

৮৭। জল পড়ে, পাতা নড়ে – নিন্ম রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ ক। কর্মে শূন্য

৮৮। ‘যা বলা হয়নি’ এক কথায় প্রকাশ কী হবে?

উত্তরঃ খ। অনুক্ত

৮৯। ‘অন্ধজনে দেহ আলো’ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ গ। সম্প্রদানে ৭মী

৯০। ‘A to Z’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ ক। সম্পূর্ণভাবে

৯১। অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে?

উত্তরঃ ঘ। ভাবের ওপর

৯২। সাধারন অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে কি বলে?

উত্তরঃ ঘ। বাগবিধি

৯৩। ‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ গ। অপকর্ষ

৯৪। কোন শব্দটি ‘সাগর’ শব্দটির সমার্থক শব্দ নয়?

উত্তরঃ গ। ভূপতি

৯৫। কোন বানানটি সঠিক?

উত্তরঃ খ। কিংবদন্তি

৯৬। বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?

উত্তরঃ খ। ১২টি

৯৭। কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?

উত্তরঃ ক। কবিরাজ

৯৮। ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তরঃ গ। মত+ঐক্য

৯৯। ‘রাজপথ’ এর ব্যাসবাক্য কোনটি হবে?

উত্তরঃ ঘ। পথের রাজা

১০০। চলতি রীতির শব্দ কোনটি?

উত্তরঃ খ। তুলো

SEE-https://webeduresult.com/7th-ntrca-college-preliminary/

Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply