২২ তম বিসিএস প্রশ্ন ও সমাধান 22th BCS MCQ Question and Solution

২২ তম বিসিএস প্রশ্ন ও সমাধান 22th BCS MCQ Question and Solution

Spread the love
  1. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?
    Correct answer is : শরত্চন্দ্র চট্রোপাধ্যায়

 

  1. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?
    Correct answer is : রবীন্দ্রনাথ ঠাকুর

 

  1. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
    Correct answer is : রক্তকরবী

 

  1. পদাবলী-র প্রথম কবি কে?
    Correct answer is : চণ্ডীদাস

 

  1. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
    Correct answer is : কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

 

  1. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    Correct answer is : মোহাম্মদ নাসির উদ্দিন

 

  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?
    Correct answer is : মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

 

  1. কোনটি ঠিক?
    Correct answer is : পথের দাবী (উপন্যাস)

see also: 23th BCS MCQ Question and Solution

  1. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?
    Correct answer is : মরুভাস্কর

 

  1. পদাবলী লিখেছেন-
    Correct answer is : রবীন্দ্রনাথ ঠাকুর

 

  1. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?
    Correct answer is : আহমদ শরীফ

 

  1. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
    Correct answer is : দীনেশচন্দ্র সেনগুপ্ত

 

  1. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
    Correct answer is : বাউণ্ডুলের আত্মকাহিনী

 

  1. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
    Correct answer is : ১০%

 

  1. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?
    Correct answer is : ৫%

 

  1. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
    Correct answer is : ১০০

 

  1. কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
    Correct answer is : ৭৩৫

 

  1. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
    Correct answer is : ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫

 

  1. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে
    Correct answer is : ৯/১১

 

  1. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
    Correct answer is : ৩৩ বছর

 

  1. ৬০ মিটারবিশিষ্ট একিট রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
    Correct answer is : ৯:২১:৩০

 

  1. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
    Correct answer is : ট্যাকোমিটার

 

  1. Government has been entrusted____elected politicians.
    Correct answer is : to

 

  1. অপলাপ- শব্দের অর্থ কী?
    Correct answer is : অস্বীকার

 

  1. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?
    Correct answer is : সুনীতিকুমার চট্টোপাধ্যায়

 

  1. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
    Correct answer is : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা

 

  1. ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী-এর অর্থ-
    Correct answer is : বিরক্তি

 

  1. সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
    Correct answer is : ১৮২৯

 

  1. কুমিল্লা বার্ড (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?
    Correct answer is : আখতার হামিদ খান

 

  1. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
    Correct answer is : কর্নওয়ালিস

 

  1. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
    Correct answer is : সুরমা

 

  1. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
    Correct answer is : সিলেট

 

  1. বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
    Correct answer is : ১৩৭

 

  1. মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
    Correct answer is : এয়ার কমোডর এ কে খন্দকার

 

  1. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
    Correct answer is : ১০ এপ্রিল, ১৯৭১

 

  1. ‘সোনালি আঁশের দেশ’ কোনটি?
    Correct answer is : বাংলাদেশ
  2. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কী ছিল?
    Correct answer is : বর্ধমান হাউজ

 

  1. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
    Correct answer is : ১৭ টি

 

  1. পৃথিবীর বৃহত্তম মহাদেশ-
    Correct answer is : এশিয়া

 

  1. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
    Correct answer is : দুর্ভিক্ষ ও দারিদ্র্য

 

  1. নিউট্রন আবিষ্কার করেন-
    Correct answer is : চ্যাডউইক

 

  1. বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
    Correct answer is : ১৯৭৪

 

  1. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) –এর সদস্য সংখ্যা কত?
    Correct answer is :

 

  1. BIMSTEC কী ধরণের সংগঠন?
    Correct answer is : অর্থনৈতিক

 

  1. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
    Correct answer is : ১৯৮৫ সালে, ঢাকায়

 

  1. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?
    Correct answer is : মার্লবোরো হাউজ

 

  1. হেলসিংকি কোন দেশের রাজধানী?
    Correct answer is : ফিনল্যান্ড

 

  1. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
    Correct answer is : 35

 

  1. Chosse the correct meaning of the following words: Cul-de-sac
    Correct answer is : dead end

 

  1. Parcel means
    Correct answer is : Postage

 

  1. Ruminant means
    Correct answer is : Cud-chewing animal

 

  1. Submission- Yielding
    Correct answer is : Complaint- Acquiescent

 

  1. Vacilate- Hesitate
    Correct answer is : Irresolute- Indecisive

 

  1. Assert- Dissent
    Correct answer is : Affirm- Object

 

  1. Distort- Twist
    Correct answer is : Harmonize- Balance

 

  1. He has paid the penalty __ his crimes __ five years in prison.
    Correct answer is : for, with

 

  1. The path ___ paved, so we were albe to walk through the park.
    Correct answer is : had been

 

  1. In spite of my requests, he did not __.
    Correct answer is : get off

 

  1. The children studied in a class room __ windows were never opened.
    Correct answer is : whose

see-

  1. To stay healthy, we must plan to have a balanced __.
    Correct answer is : diet

 

  1. We must keep our fingers __ that the weather will stay fine for the picnic tomorrow.
    Correct answer is : crossed

 

  1. They have __ their support for our case.
    Correct answer is : pledged

 

  1. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
    Correct answer is : কাঠমুন্ডু

 

  1. সুইডেনের মুদ্রার নাম কী?
    Correct answer is : ক্রোনা

 

  1. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
    Correct answer is : সাধারণ পরিষদের অধিবেশনে
Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply