১৬ তম বিসিএস প্রশ্ন ও সমাধান 16th BCS MCQ Question and Solution

১৬ তম বিসিএস প্রশ্ন ও সমাধান 16th BCS MCQ Question and Solution

Spread the love
  1. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
    Correct answer is : সোনারগাঁ
  2. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
    Correct answer is : রবীন্দ্রনাথ ঠাকুরকে
  3. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
    Correct answer is : শিখা
  4. পথিক তুমি পথ হারাইয়াছ– কথাটি কার?
    Correct answer is : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  5. ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা?
    Correct answer is : শেখ ফজলুল করিম
  6. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
    Correct answer is : বাংলার প্রকৃতির কথা
  7. একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
    Correct answer is : হাসান হাফিজুর রহমান
  8. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
    Correct answer is : ঘরে বাইরে
  9. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
    Correct answer is : বরিশাল জেলা
  10. কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
    Correct answer is : নীলদর্পণ
  11. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়
    Correct answer is : ধমনীর ভেতর দিয়ে
  12. কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
    Correct answer is : ১৪১
  13. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
    Correct answer is : ১০%
  14. একজন দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হোত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
    Correct answer is : ২০০ টাকা
  15. a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c= কত?
    Correct answer is : 20:35:42
  16. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
    Correct answer is : ১০২৪
  17. দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যাক্তি দ্বিতীয় ব্যাক্তির তুলনায় দ্বিগুণ কাজ করতে পারেন। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
    Correct answer is : ২৪ দিন
  18. পীট কয়লার বৈশিষ্ট হল-
    Correct answer is : ভিজা ও নরম
  19. আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-
    Correct answer is : বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
  20. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
    Correct answer is : ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
  21. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-
    Correct answer is : ফটো লিথোগ্রাফী
  22. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
    Correct answer is : চাঁদে বায়ুমন্ডল নেই তাই
  23. উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
    Correct answer is : প্রায় ১২ ঘন্টা
  24. The correct passive of “Sheila was writing a letter” is –
    Correct answer is : A letter was being written by Sheila
  25. In which century was the Victorian period?
    Correct answer is : 19th century
  26. Shakespeare is known mostly for his-
    Correct answer is : plays
  27. যা চিরস্থায়ী নয়-
    Correct answer is : নশ্বর
  28. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-
    Correct answer is : বুদ্ধিজীবী
  29. Straw vote বলতে কী বুঝায়?
    Correct answer is : Unofficial poll of public opinion
  30. ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
    Correct answer is : নঞর্থক
  31. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
    Correct answer is : উৎকৃষ্ট
  32. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
    Correct answer is : যমুনা
  33. “সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?
    Correct answer is : মরহুম নজরুল ইসলাম বাবু
  34. কর্কটক্রান্তি রেখা-
    Correct answer is : বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে
  35. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
    Correct answer is : লর্ড মাউন্ট ব্যাটেন
  36. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-
    Correct answer is : পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
  37. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
    Correct answer is : শায়েস্তা খান
  38. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
    Correct answer is : ১৮৬৪ সালে
  39. বাংলাদেশে জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?
    Correct answer is : ১৯৯২ সালে
  40. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
    Correct answer is : ৪ এপ্রিল, ১৯৭২
  41. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
    Correct answer is : ১ সেপ্টেম্বর,১৯৭২
  42. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
    Correct answer is : ১১ জুন,১৯৯৪
  43. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুথ্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?
    Correct answer is : ২৩ জুলাই,১৯৯৪
  44. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্নপ্রকাশ করে?
    Correct answer is : লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  45. রুয়ান্ডায় প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
    Correct answer is : ১৯ জুলাই, ১৯৯৪
  46. Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগনকে মহাশূণ্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
    Correct answer is : Endeavour
  47. ১৯৯৪ এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমন করে?
    Correct answer is : আব্দুর রশীদ দোস্তাম
  48. ধুমকেতু সুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
    Correct answer is : ১৬ জুলাই, ১৯৯৪
  49. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
    Correct answer is : ১৯৬১
  50. বি-৫২ কী?
    Correct answer is : এক ধরনের বোমারু বিমান
  51. জর্দান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
    Correct answer is : ২৬ জুলাই, ১৯৯৪
  52. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
    Correct answer is : ১১টি
  53. Asia pacific Economic co- operation (APEC) ফোরামের নভেম্বরে, ১৯৯৩- এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
    Correct answer is : জাপান
  54. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
    Correct answer is : ১৯৪৫
  55. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
    Correct answer is : ১৯৪৫ সাল হতে
  56. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
    Correct answer is : ১৯০৫ সালে
  57. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন?
    Correct answer is : ১ জুলাই, ১৯৯৪
  58. গিরিলা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন?
    Correct answer is : ১০ জুলাই, ১৯৯৪
  59. a+b+c=9, a^2+b^2+c^2=29 হলে ab+bc+ca এর মান কত?
    Correct answer is : 26
  60. (a^2+b^2-c^2+2ab)/(a^2-b^2+c^2+2ac)= কত
    Correct answer is : (a+b-c)/(a-b+c)
  61. The word ‘imbibe’ means :
    Correct answer is : To drink
  62. The word ‘homogeneous’ means:
    Correct answer is : Of the same kind
  63. The synonyme of ‘genesis’ is-
    Correct answer is : beginning
  64. Something which is obnoxious means that it is-
    Correct answer is : Very unpleasant
  65. Something that is ‘fresh’ is something-
    Correct answer is : In fairly good condition
  66. A fantasy is-
    Correct answer is : An imaginary story
  67. An ordinance is-
    Correct answer is : A law
  68. Three score is –
    Correct answer is : Three times twenty
  69. The antonym of ‘indifference’ is –
    Correct answer is : Ardour
  70. চতুর্ভুজের চার কোণের অণুপাত ১:২:২:৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে-
    Correct answer is : ১৩৫
  71. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
    Correct answer is : তিন কোণ
  72. Which of the following sentence is correct?
    Correct answer is : One of my friends is a lawyer
  73. Which of the following sentences is correct?
    Correct answer is : The shirt which he bought is blue in colour
  74. Which of the following sentences is correct?
    Correct answer is : Why have you done this?
  75. Which of the following sentence is a correct proverb?
    Correct answer is : Fools rush in where angels fear to tread
  76. Which of the following sentences is correct?
    Correct answer is : I forbade him to go seehttps://webeduresult.com/%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%93/
  77. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
    Correct answer is : দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
  78. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোলদাতা কারা?
    Correct answer is : সালেনকো স্টইচকভ
Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply