১৫ তম বিসিএস প্রশ্ন ও সমাধান 15th BCS MCQ Question and Solution
- কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Correct answer is :হাজী শরিয়তউল্লাহ
- ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
Correct answer is : আল মাহমুদ
- ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Correct answer is : আলালের ঘরের দুলাল
- ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
Correct answer is : ১৮৭২
- ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
Correct answer is : শেখ ফজলল করিম
- “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
Correct answer is : প্রমথ চেীধুরী
- ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Correct answer is : কালীপ্রসন্ন ঘোষ
- ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
Correct answer is : সিকান্দার আবু জাফর
- ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
Correct answer is : জীবনানুভূতির গভীরতায়
- ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
Correct answer is : কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
- বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
Correct answer is : উত্তরাধিকার
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
Correct answer is : বসন্ত
- ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
Correct answer is : মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা - কোনটি রক্তের কাজ নহে?
Correct answer is : জারক রস বিতরণ করা
- ১ বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান?
Correct answer is : ৬.৪৫
- ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
Correct answer is : ৫৬.০ কিলোগ্রাম
- কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
Correct answer is : ২২৪
- কোন সংখ্যাটি বৃহত্তম?
Correct answer is : √০.৩
- নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
Correct answer is : যথাযথভাবে হাল ঘুরিয়ে
- নিত্য ব্যবহার্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
Correct answer is : ওজোন স্তরে ফুটো তৈরি করে
- বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
Correct answer is : প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
- আল্ট্রাসনোগ্রাফী কী?
Correct answer is : ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
- বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
Correct answer is : পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
- আকাশ নীল দেখায় কেন?
Correct answer is : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
- ‘Pediatric’ relates to the treatment of:
Correct answer is : children
- The speaker failed to make the audience-to him patiently.-Which of the following is the best form of pronoun in the above sentence?
Correct answer is : listen
see- https://webeduresult.com/%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%93/
- My uncle has three sons, —- work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?
Correct answer is : all of whom
- Are you doing anything special — the week-end?
Correct answer is : at
- People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?
Correct answer is : The patriots are always remembered by the people
- Which of the following school of litarary writings is connected with a medical theory?
Correct answer is : Comedy of Humours
15th BCS Question with Answer is available in bcsstudy.com
31. Who of the following was both a poet and painter?
Correct answer is : Blake
- Who wrote ‘Beauty is truth,truth is beauty’?
Correct answer is : Keats
- যে ভূমিতে ফসল জন্মায় না-
Correct answer is : ঊষর
- ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
Correct answer is : শৈত্য
- ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ-
Correct answer is : প্রজ্ঞা
- শুদ্ধ বানানটি নির্দেশ কর?
Correct answer is : মুহুর্মুহু
- ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct answer is : দিব্+লোক - ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
Correct answer is : ঐচ্ছিক
- কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?
Correct answer is : সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
- সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
Correct answer is : ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
I have posted 15th BCS Question with Answer
- হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Correct answer is : কক্সবাজার
- বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
Correct answer is : ৪
- পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
Correct answer is : অষ্টম
- বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
Correct answer is : ৫,২০০কি:মি
- বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
Correct answer is : ১৯.৯৫%
- বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
Correct answer is : সিলেট
- বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
Correct answer is : কৃষি
- বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
Correct answer is : ২২
- সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
Correct answer is : নারিকেল জিনজিরা
- বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস –এর অংশ কত?
Correct answer is : ৭৭.৫৫%
Here is 15th BCS Question with Answer
- ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
Correct answer is : বামফিল্ড ফুলার
- কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?
Correct answer is : নবাব মুর্শিদকুলি খাঁ
- তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
Correct answer is : পঞ্চগড়
- গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
Correct answer is : ৩৩
- বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
Correct answer is : নিউইয়র্ক
- বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?
Correct answer is : নাফ
- আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
Correct answer is : জর্ডান
- বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
Correct answer is : লাসা
- আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
Correct answer is : ইথিওপিয়া
- ‘Club of Viena’ কী?
Correct answer is : পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
Follow 15th BCS Question with Answer
- জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
Correct answer is : ১৯৯৩
- The United Nations University কোন শহরে অবস্থিত?
Correct answer is : টোকিও
- বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
Correct answer is : ১৯৭৯-৮০ - League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct answer is : কায়রো
- ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
Correct answer is : ১০.০ মিলিয়ন ইসলামি দিনার
- (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?
Correct answer is : -1/2
- a=1,b=-1,c=2,d=-2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত?
Correct answer is : 0
- ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
Correct answer is : ৪৯৫০
- What is the meaning of the word ‘intrepid’?
Correct answer is : fearless
- What is the meaning of the expression ‘bottom line’?
Correct answer is : The essential point
Get 15th BCS Question with Answer from this website
- The word ‘plurality’ means-
Correct answer is : The holding of more than one office at a time
- `Bootleg’ means to-
Correct answer is : smuggle
- The ‘poet laureate’ is-
Correct answer is : the Court poet of England
- What is the synonym of ‘incredible’?
Correct answer is : Unbelievable
- plebiscite is a term related to
Correct answer is : Politics
- Many islands make up-
Correct answer is : an archipelago - What is the antonym of ‘famous’?
Correct answer is : Obscure
- একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
Correct answer is : ৩০
- x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি –
Correct answer is : সমদ্বিবাহু
- পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
Correct answer is : c+a-b
Click to get 15th BCS Question with Answer
- Which of the following is a correct sentence?
Correct answer is : He was too clever to miss the point
- ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Correct answer is : বিপরীত
- ১৯৯৬ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
Correct answer is : আটলান্টা
Leave a Reply