১৩ তম বিসিএস প্রশ্ন ও সমাধান 13th BCS MCQ Question and Solution
- জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
Correct answer is : ১৯৫০
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct answer is : খাজা নাজিমুদ্দীন
- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
Correct answer is : আলতাফ মাহামুদ
- আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশা করা হয়েছিল?
Correct answer is : ১৯৬৬
- বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
Correct answer is : গোবিন্দলাল ও রোহিনী
- কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Correct answer is : ১৯৬১ সালে
- ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
Correct answer is : সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
- জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
Correct answer is : ধূসর পান্ডুলিপি
- কোনটি ঐতিহাসিক নাটক?
Correct answer is : রক্তাক্ত প্রান্তর
- মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?
Correct answer is : সনেটে
- ‘মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
Correct answer is : মোজাম্মেল হক
- মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য-
Correct answer is : জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
- একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
Correct answer is : ১৪৪ - কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
Correct answer is : ৫০ টি
- ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
Correct answer is : ৫
- একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
Correct answer is : ৬
- বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
Correct answer is : b=g-4
- কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
Correct answer is : লোহা
- কোনস্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুন বাড়লে একটি সরলদোলকের দলকের দোলনকাল কত গুন বারবে বা কমবে?
Correct answer is : ৩ গুন কমবে
- কোনটি চৌম্বক পদার্থ?
Correct answer is : কোবাল্ট
- উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায় –
Correct answer is : বায়ুর চাপ কম
- সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
Correct answer is : অর্ধেক হবে
- পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
Correct answer is : ওপেনহেমার
- সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
Correct answer is : অবতল
- একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Correct answer is : ২০৬
- একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
Correct answer is : ৭৫
- তরল অধাতু
Correct answer is : ব্রোমিন
- We(not have) a holiday since the beginning of the year. which of the following verb forms does best complete the above sentence?
Correct answer is : have not had
- If I were you, I (handle) the situation more carefully. which of the following verb forms does best complete the above sentence?
Correct answer is : would handle
- It’s time(you, realize) your mistakes. which of the following verb forms does best complete the above sentence?
Correct answer is : you realized
- ‘The Rainbow ‘is -.
Correct answer is : a novel by D.H. Lawrence
- ‘Tom Jones’ by Henry Fielding was first published in -.
Correct answer is : the 1st half of 18th century
- The literary work ‘Kuble Khan’is -.
Correct answer is : a verse by Coleridge
- T.S. Eliot was born in -.
Correct answer is : U.S.A
- what was the real name of the great American short story writer ,’O’Henry?
Correct answer is : William sydeney porter
- গোঁফ-খেজুরে’ -এ বাগ্ধারাটির অর্থ কী?
Correct answer is : নিতান্ত অলস - কোন দুটি অঘোষ ধ্বনি?
Correct answer is : চ,ছ
- কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুডু গুডু’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
Correct answer is : ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
- যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কী হবে?
Correct answer is : ভূতপূর্ব
- কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
Correct answer is : লেখাপড়া কর,নতুবা ফেল করবে
- কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Correct answer is : আমি দুপুরে ভাত খাই
- ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
Correct answer is : জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
- কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
Correct answer is : ওরা কী করে
- মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-
Correct answer is : হাসি মাখা মুখ- হাসিমুখ
- ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,একবিন্দু দিলেম শিশির’।-এ অংশটুকুর মূল পতিপাদ্য-
Correct answer is : অকৃতজ্ঞতা
- বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Correct answer is : হাতি/হাতী
- প্রাচীন পুণ্ড্র বর্ধন কোথায় অবস্থিত?
Correct answer is : মহাস্থানগড়
- সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?
Correct answer is : ১০০০০
- রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
Correct answer is : ১৯৫৩ - প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Correct answer is : চাঁপাইনবাবগঞ্জ
- বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
Correct answer is : ২৭ ফেব্রুয়ারি
- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
Correct answer is : কৈলাশ
- বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
Correct answer is : গারো
- বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অনস্থিত?
Correct answer is : বুড়িগঙ্গা
- চলন বিল কোথায় আবস্থিত?
Correct answer is : পাবনা ও নাটোর জেলায়
- ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
Correct answer is : ১৬.৫ কি:মি:
- দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
Correct answer is : লালমনিরহাট
- বাংলাদেশের চিকিৎসক (ডিগিপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?
Correct answer is : প্রায় ৪৫৭২
- পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণ হয়——?
Correct answer is : ১৯৯০
- ১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি?
Correct answer is : টোকিওতে
- উৎপাদিত পণ্য বিক্রির হিসাব অনুসারে ১৯৯০সালে সর্ববৃহৎ বিক্রেতা?
Correct answer is : আই বি এম
- আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি?
Correct answer is : অস্টোলিয়া ও নিউজিল্যান্ডে
- ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদুৎ খরচ সবচেয়ে বেশি?
Correct answer is : পাকিস্তান
- ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ঠ্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
Correct answer is : ভারত
- ১৯৬৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
Correct answer is : থাইল্যান্ড
- ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ঠ special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
Correct answer is : জুন ১৯৮৯-তে টিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডী
- এশিয়ার অথর্নৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এস্ক্যাপ (ESCAP) সবচেয়ে বেশি বিবেচনা করে?
Correct answer is : APEC
- ‘জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
Correct answer is : প্রায় ৮০ শতাংশ
- মায়ানমার ১৯৯০সালের মে মাসে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্র্ট সামরিআ জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
Correct answer is : এনএলডি
- পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮সনে জাতিসংঘ কোথায় রিজলুশন গ্রহন করে?
Correct answer is : নিউইয়র্ক
- মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
Correct answer is : ভাইকিং
- UNIDO এর সদর দপ্তর কোথায়?
Correct answer is : ভিয়েনা
- ‘International Institute on Aging ‘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
Correct answer is : ভ্যালেটা
- কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Correct answer is : ডিসেম্বর,১৯৬৬
- কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Correct answer is : ভেনিজুয়েলা
- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
Correct answer is : UNDP
- কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?
Correct answer is : দক্ষিণ কোরিয়া
- জাতীয় স্মৃতি সৌধ এর স্থপতি –
Correct answer is : মাঈনুল হোসেন
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহামানের পদবি কি ছিল?
Correct answer is : সিপাহী
- বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
Correct answer is : সাত
- select the meaning of the word ‘stagflagation’ –
Correct answer is : economic slow down
- what is the meaning of the word ‘scuttle ‘ –
Correct answer is : abandon
- what is the meaning of the word ‘stanch’ –
Correct answer is : put an end to
- what is the meaning of the word ‘belated ‘ –
Correct answer is : Tardy
- what is the meaning of the word ‘sequence’?
Correct answer is : to follow
- what is the meaning of the word ‘euphemism’?
Correct answer is : in offensive expression - I have never seen such a slow coach like you, this small work has taken you three full month. what does the idiom ‘a slow coach’ mean?
Correct answer is : a very lazy person
- Anything ‘pernicious’ tends to injure or destroy. something which has no such harmful effect is -.
Correct answer is : innocuous
- y =3x+2, y = -3x+2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
Correct answer is : একটি সমদ্বিবাহু ত্রিভুজ
- একটি সমবাহু ষড়ভুজের অভন্ত্যরে অঙ্কিত বৃহতম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
Correct answer is : ২০০√৩
- Do not worry, English grammar is not_ to understand._ which of the following does best fit in the blank space?
Correct answer is : too difficult
- We have recently entered —- an agreement with Inland co-operative society? which of the following does best fit in the blank space?
Correct answer is : into
- The boy from the village said, “I —- starve then beg”.-which of the following best completed the above sentence?
Correct answer is : would rather
- ১৯৯১সনের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা জয় করে?
Correct answer is : মাইকেল স্টিচ
Leave a Reply