12th NTRCA School-2 Preliminary Question with Answer

12th NTRCA School-2 Preliminary Question with Answer

Spread the love

১২তম NTRCA (School-2) প্রিলিমিনারি প্রশ্ন

১। G-৪ এর একমাত্র এশীয় দেশ কোনটি?

উত্তরঃ খ। জাপান

২। ড্রোন কি?

উত্তরঃ ঘ। চালকবিহীন বিমান

৩। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়?

উত্তরঃ গ। জাপান

৪। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ ক। মার্ক জুকারবার্গ

৫। Mouse একটি –

উত্তরঃ ক। Input device

৬। VDU এর পূর্ণরূপ হচ্ছে

উত্তরঃ ঘ। Visual Display Unit

৭। সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে –

উত্তরঃ খ। ৯টি

৮। পানিতে কোন কোন ভিটামিন দ্রবণীয়?

উত্তরঃ গ। B ও C

৯। বিলিরুবিন তৈরি হয় –

উত্তরঃ ক। যকৃতে

১০। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে—

উত্তরঃ গ। ১৫৩টি

১১। বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয়?

উত্তরঃ ঘ। ১ ডিসেম্বর

১২। জাপানের পার্লামেন্টের নাম কি?

উত্তরঃ খ। ডায়েট

১৩। সুইডেনের মুদ্রার নাম কি?

উত্তরঃ গ। ক্রোনা

১৪। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?

উত্তরঃ ক। মেসোপটমিয়া সভ্যতা

১৫। মাটির ময়না” ছবি নির্মাণ করেন কে?

উত্তরঃ খ। তারেক মাসুদ

১৬। তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায়?

উত্তরঃ খ। ব্রাহ্মণবাড়িয়া

১৭। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?

উত্তরঃ ঘ। ৪টি

১৮। কোন দেশের রাজাকে ‘Son of God’ বলা হতো?

(ক) চীন

(খ) ভূটান

(গ) নেপাল

(ঘ) জাপান

উত্তরঃ ক। চীন

১৯। বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো—

উত্তরঃ খ। সিঙ্গাপুর

২০। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল—

উত্তরঃ গ। ১৬৯টি

২১। ২০১৮ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ঘ। ১৭৭ তম

২২। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?

উত্তরঃ খ। মুঘল সম্রাট আকবর

২৩। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

উত্তরঃ ক। ১৯১১ সালে

২৪। নিজের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে?

উত্তরঃ গ। পাল বংশ

২৫। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

উত্তরঃ গ। সেন্টমার্টিন

২৬। দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

উত্তরঃ খ। ১০

২৭। ৪, ৮ ও ১০ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

উত্তরঃ ঘ। ২০

২৮। কোনটি অভেদ?

উত্তরঃ গ। (p + q)2= p2+ 2pq + q2

২৯। এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা?

উত্তরঃ ক। ২৭.৫০ টাকা

৩০। x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?

উত্তরঃ খ। 8

৩১। ১ হতে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?

উত্তরঃ খ। ২৫

৩২। x + 1/x = √5 হলে, x3 + 1/x3

উত্তরঃ গ। 2√5

৩৩। x2 + 5x, x2 – 25, x2 + 7x + 10 এর গ.সা.গু কত?

উত্তরঃ ক। x+5

৩৪। সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ ঘ। ২৫√৩ বর্গ সে.মি.

৩৫। একটি কোণের দ্বিগুণ ৬০° হলে কোণটির পূরক কোণ কত?

উত্তরঃ গ। ৬০°

৩৬। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। এর ক্ষেত্রফল কত?

উত্তরঃ খ। ১২ বর্গ সে.মি.

৩৭। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?

উত্তরঃ ক। ১৬৪০

৩৮। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

উত্তরঃ খ। ৯ : ৪

৩৯। ∛∛a3 = কত?

উত্তরঃ গ। a1/3

৪০। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?

উত্তরঃ ক। 13 : 12 : 5

৪১। যদি 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হয়, তবে n-এর মান কত?

উত্তরঃ ঘ। 4√3

৪২। x-এর মান কত হলে a(x-a) = b(x-b) হবে?

উত্তরঃ ঘ। a+b

৪৩। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

উত্তরঃ খ। 5

৪৪। 4x+ 1 = 2x-2 হলে, x এর মান কত?

উত্তরঃ গ। -4

৪৫। 1 – a2 + 2ab + b2 এর উৎপাদক কোনটি?

উত্তরঃ খ। (1+a-b)(1-a+b)

৪৬। x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে?

উত্তরঃ খ। (2y2– x2)/xy

৪৭। বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে–আসলে ১০৩৬ টাকা হবে?

উত্তরঃ ক। ৭০০ টাকা

৪৮। ৯০ কোন সংখ্যার ৭৫%?

উত্তরঃ গ। ১২০

৪৯। ৭টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত?

উত্তরঃ ঘ। ১৮

৫০। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩৷ দ্বিতীয় সংখ্যাটি কত?

উত্তরঃ খ। ৭

৫১। তিনি কদাচিত মিথ্যা কথা বলেন।

উত্তরঃ ক। He seldom tells a lie

৫২। ভুল করা মানুষের স্বভাব।

উত্তরঃ ঘ। To err is human

৫৩। নাই মামার চেয়ে কানা মামা ভাল

উত্তরঃ গ। Something is better than nothing

৫৪। লোকটি মরমর অবস্থা।

উত্তরঃ ক। The man is about to die

৫৫। আমি তাকে দিয়ে কাজটি করালাম ।

উত্তরঃ ক। I made him do the work

৫৬। Belal is the best boy in the class. (Comparative)

উত্তরঃ ঘ। Belal is better than any other boy in the class

৫৭। Everybody hates a liar. (Interrogative)

উত্তরঃ খ। Who does not hate a liar?

৫৮। He is poor but he is honest. (Complex)

উত্তরঃ গ। Though he is poor, he is honest

৫৯। He is so weak that he cannot walk. (Simple)

উত্তরঃ ক। He is too weak to walk

৬০। ‘Milk and water’ means?

উত্তরঃ গ। timid

৬১। Politicians often use students as –

উত্তরঃ ঘ। cat’s paw

৬২। Sher-e-Bangla was

উত্তরঃ খ। man of mark

৬৩। He is – a rogue.

উত্তরঃ গ। Out and out

৬৪। I saw the beggar – on the floor.

উত্তরঃ ক। lying

৬৫। I went to the library with a view to -knowledge.

উত্তরঃ খ। gaining

৬৬। The poor-much in winter.

উত্তরঃ খ। suffer

৬৭। Walk fast lest you (miss) the train.

উত্তরঃ ঘ। should miss

৬৮। The patient (die) before the doctor came.

উত্তরঃ ক। had died

৬৯। I (to suffer) from fever for three days.

উত্তরঃ খ। have been suffering

৭০। Hardly had we taken shelter under a big tree-

উত্তরঃ গ। when the strom started

৭১। If I were a bird –

উত্তরঃ ঘ। I would fly in the sky

৭২। He speaks as if –

উত্তরঃ খ। he knew everything

৭৩। Which is the antonym of ‘handsome’?

উত্তরঃ ক। Ugly

৭৪। What is the adjective of ‘comfort?

উত্তরঃ ঘ। Comfortable

৭৫। Find out the correct synonym of the word ‘ability.

উত্তরঃ গ। Capability

৭৬। He lives from hand to mouth-এর সঠিক অনুবাদ কোনটি?

উত্তরঃ খ। সেদিন আনে দিন খায়

৭৭। সকাল থেকে বৃষ্টি হচ্ছে—এর ইংরেজি অনুবাদ হলো—

উত্তরঃ ঘ। It has been raining since morning

৭৮। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে?

উত্তরঃ গ। অন্যায়ের ফল অনিবার্য

৭৯। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?

উত্তরঃ ক। নর-নারী

৮০। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

উত্তরঃ ক। এয়ো

৮১। সকলের জন্য প্রযোজ্য”—এক কথায় কী হবে?

উত্তরঃ খ। সর্বজনীন

৮২। “যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ–এক কথায় কী বলে?

উত্তরঃ গ। শ্বাপদসংকুল

৮৩। ‘গ্রহণ‘ শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ ক। বর্জন

৮৪। “তেজী” শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ ঘ। নিস্তেজ

৮৫। “মাতঙ্গ’ কার সমাৰ্থক?

উত্তরঃ গ। হাতি

৮৬। কোনটি ‘পানি‘ শব্দের সমাৰ্থক শব্দ?

উত্তরঃ খ। সলিল

৮৭। √কাঁদ+অন– কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?

উত্তরঃ ক। কৃৎ প্রত্যয়

৮৮। মুক্তি’–এর সঠিক প্রকৃতি–প্রত্যয় কোনটি?

উত্তরঃ খ। √মুচ্+ ক্তি

৮৯। ভিখারিকে ভিক্ষা দাও”– কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ গ। সম্প্রদানে ৪র্থ

৯০। ফুলে ফুলে ঘর ভরেছে‘-বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ ক। করণে ৭মী

৯১। ব্যাসবাক্যের অপর নাম কী?

উত্তরঃ ঘ। বিগ্রহ বাক্য

৯২। ‘চাঁদের ন্যায় মুখ = চাদমুখ‘ কোন প্রকার কর্মধারয় সমাস?

উত্তরঃ ঘ। উপমান

৯৩। সতীশ’ শব্দটির সন্ধি–বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ গ। সতী + ঈশ

৯৪। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি–বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ গ। গো + এষণা

৯৫। নিচের কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ খ। অগ্নিবীণা

৯৬। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?

উত্তরঃ ক। সেমিকোলন

৯৭। চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ গ। আনন্দের প্রাচুর্য

৯৮। কোন বানানটি সঠিক?

উত্তরঃ ক। মুমূর্ষ

৯৯। ‘চশমা’ কোন ভাষার শব্দ?

উত্তরঃ ঘ। ফারসি

১০০। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

উত্তরঃ খ। পরিবর্তনশীল

SEE-https://webeduresult.com/12th-ntrca-school-preliminary-question/

Nasrin Islam
https://webeduresult.com

Hey there, this is Nasrin Islam, a passionate blogger. I am interested in various topics related to academic questions, results, jobs etc. and I collect accurate information about them. I like to share the information I have collected. I hope you are enjoying my blog.

Leave a Reply